ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

চ্যাম্পিয়নস ট্রফির ভাগ্য নির্ধারণ হবে যে উপায়ে

২০০৯ সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলার পর দীর্ঘদিন আইসিসি ইভেন্ট আয়োজন থেকে বঞ্চিত ছিল পাকিস্তান। আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে সেই আক্ষেপ ঘোচানোর সুযোগ পাকিস্তানের। তবে, নিরাপত্তা অজুহাত দেখিয়ে ভারতের বেকে বসাতে জেগেছে শঙ্কা। পিসিবি-বিসিসিআইয়ের মুখোমুখি অবস্থানের কারণে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হিমশিম খাচ্ছে আইসিসি। সঙ্কট সমাধানে জরুরি সভা ডেকেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোর প্রতিবেদন অনুসারে, চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে সঙ্কট সমাধানে আগামী শুক্রবার (২৯ নভেম্বর) জরুরি সভা ডেকেছে আইসিসি। সে সভাতেই নেওয়া হতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। শেষ পর্যন্ত ভোটাভুটির মাধ্যমে নির্ধারণ করা হতে পারে চ্যাম্পিয়নস ট্রফির ভাগ্য।

আইসিসি সভাপতি গ্রেগ বার্কলের মেয়াদে শেষ সভা এটিই। আগামী রোববার থেকে নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেবেন বিসিসিআই সচিব জয় শাহ। তাই স্বাভাবিকভাবেই চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে সিদ্ধান্তে ভারতের প্রাধান্য থাকবে বলে ধারণা করা হচ্ছে। সাধারণ বৈশ্বিক আসর শুরুর অন্তত ১০০দিন আগে সূচি প্রকাশ করে আইসিসি। এবার ভেন্যু জটিলতায় সেটিও সম্ভব হয়নি।

অবশ্য ভারতের এমন গড়িমসি প্রথম নয়। এর আগে ২০২৩ দেশটির আপত্তিতে এশিয়া কাপ অনুষ্ঠিত হয় হাইব্রিড মডেলে। এবারও চাপে রেখে পিসিবিকে দিয়ে তেমনটাই করার পরিকল্পনা বিসিসিআইয়ের। যদিও ভারতের আবদার মানতে নারাজ পিসিবি। আইসিসির আসন্ন সভাতে পিসিবি সভাপতি মহসিন নাকভি কতটা শক্ত অবস্থানে থাকেন, সেটির ওপর নির্ভর করবে টুর্নামেন্টের ভাগ্য।

আইপিএলে কে কোন দলে

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

চ্যাম্পিয়নস ট্রফির ভাগ্য নির্ধারণ হবে যে উপায়ে

আপডেট সময় ০২:১১:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪

২০০৯ সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলার পর দীর্ঘদিন আইসিসি ইভেন্ট আয়োজন থেকে বঞ্চিত ছিল পাকিস্তান। আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে সেই আক্ষেপ ঘোচানোর সুযোগ পাকিস্তানের। তবে, নিরাপত্তা অজুহাত দেখিয়ে ভারতের বেকে বসাতে জেগেছে শঙ্কা। পিসিবি-বিসিসিআইয়ের মুখোমুখি অবস্থানের কারণে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হিমশিম খাচ্ছে আইসিসি। সঙ্কট সমাধানে জরুরি সভা ডেকেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোর প্রতিবেদন অনুসারে, চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে সঙ্কট সমাধানে আগামী শুক্রবার (২৯ নভেম্বর) জরুরি সভা ডেকেছে আইসিসি। সে সভাতেই নেওয়া হতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। শেষ পর্যন্ত ভোটাভুটির মাধ্যমে নির্ধারণ করা হতে পারে চ্যাম্পিয়নস ট্রফির ভাগ্য।

আইসিসি সভাপতি গ্রেগ বার্কলের মেয়াদে শেষ সভা এটিই। আগামী রোববার থেকে নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেবেন বিসিসিআই সচিব জয় শাহ। তাই স্বাভাবিকভাবেই চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে সিদ্ধান্তে ভারতের প্রাধান্য থাকবে বলে ধারণা করা হচ্ছে। সাধারণ বৈশ্বিক আসর শুরুর অন্তত ১০০দিন আগে সূচি প্রকাশ করে আইসিসি। এবার ভেন্যু জটিলতায় সেটিও সম্ভব হয়নি।

অবশ্য ভারতের এমন গড়িমসি প্রথম নয়। এর আগে ২০২৩ দেশটির আপত্তিতে এশিয়া কাপ অনুষ্ঠিত হয় হাইব্রিড মডেলে। এবারও চাপে রেখে পিসিবিকে দিয়ে তেমনটাই করার পরিকল্পনা বিসিসিআইয়ের। যদিও ভারতের আবদার মানতে নারাজ পিসিবি। আইসিসির আসন্ন সভাতে পিসিবি সভাপতি মহসিন নাকভি কতটা শক্ত অবস্থানে থাকেন, সেটির ওপর নির্ভর করবে টুর্নামেন্টের ভাগ্য।

আইপিএলে কে কোন দলে