ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
ফিলিস্তিনে নিঃশর্ত যুদ্ধবিরতি চায় বাংলাদেশ বিয়ের প্রলোভনে যৌনসম্পর্ক বিষয়ক প্রচলিত আইন চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিপিএম পদক পেলেন আন্দোলন দমনে কৌশল প্রয়োগকারী রিয়াদ শুল্ক স্থগিতের অনুরোধ করে ট্রাম্পকে প্রধান উপদেষ্টার চিঠি আজ থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন শুল্ক নীতিতে ট্রাম্পের অনড় অবস্থানের কারণে বিশ্ব শেয়ারবাজারে ধস আজ বিশ্ব স্বাস্থ্য দিবস এবারের ঈদযাত্রা হয়েছে স্বস্তির ও নির্বিঘ্ন : স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্পের শঙ্কা, সতর্কতা জারি ডিসির বাংলো থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ১০০ বস্তা ব্যালট পেপার উদ্ধার

নাটকীয় জয়ে কোয়ার্টারে রিয়াল মাদ্রিদ

কিছু বুঝে উঠার আগেই প্রথম মিনিটে গোল হজম, দ্বিতীয়ার্ধে সেই গোল শোধে ব্যর্থ; এমন সব নাটকীয়তা ছাপিয়ে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে টাইব্রেকারে বাজিমাত রিয়ালের।শেষ আট নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

গতকাল বুধবার (১২ মার্চ) দিনগত রাতে মাদ্রিদের ওয়ান্দা মেত্রোপোলিতানোয় শেষ ষোলোর দ্বিতীয় লেগে আতলেতিকোর কাছে ১-০ গোলে হেরেছে রিয়াল। সান্তিয়াগো বার্নাব্যুর আগের লেগ রিয়াল জিতেছিল ২-১ ব্যবধানে। ফলে নির্ধারিত সময় শেষে দুই লেগ থাকে ২-২ সমতায়। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও কোনও গোল না হলে ফল নিষ্পত্তি হয়েছে টাইব্রেকারে। ম্যাচে গোল করতে না পারলেও এখানে জয়ের হাসি রিয়ালের। টাইব্রেকার ৪-২ গোলে জিতে লস ব্লাঙ্কোস নিশ্চিত করেছে শেষ আট।

পিছিয়ে থেকে দ্বিতীয় লেগ শুরু করেছিল আতলেতিকো। এই ব্যবধান প্রথম মিনিটেই ঘুচিয়ে নেয় স্বাগতিকরা। ম্যাচ শুরুর বাঁশি বাজার পর দর্শকেরা ঠিকঠাক নড়েচড়ে বসারও সময় পাননি। ওইসময়ই গোল করে আতলেতিকোকে এগিয়ে নেন কোনোর গালাঘার। ম্যাচের সময় পেরিয়েছে তখন মোটে ২৭ সেকেন্ড।

৭০তম মিনিটে রিয়াল পেনাল্টি পায়। বক্সের মধ্যে কিলিয়ান এমবাপ্পেকে ফাউ করেন ক্লেমন্ত লংলে। কিন্তু ১২ গজ দূর থেকে নেওয়া ভিনিসিয়াসের শট ক্রসবারের ওপর দিয়ে যায়। দুই লেগের অগ্রগামিতায় নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ২-২ এ শেষ হয়। শেষ পর্যন্ত টাইব্রেকারে খেলা গড়ায়।

পেনাল্টি শুটআউটে প্রথম চেষ্টাকেই গোল বানায় দুই দল। তবে দ্বিতীয় শটে জুলিয়ান আলভারেজের গোল রেফারি বাতিল করে দেন। ডান পায়ে শট নিতে গিয়ে সামান্য পিছলে যাওয়ায় তার বাঁ পা বলে লাগে। বলে দুইবার পা লাগায় বাতিল হয় গোল, নয়তো ২-২ গোলে সমতায় থাকতো অ্যাতলেতিকো। রিয়ালের চতুর্থ শট নেওয়া লুকাস ভাসকেসকে থামিয়ে অ্যাতলেতিকোকে ম্যাচে ফেরান ইয়ান ওবলাক। কিন্তু মার্কোস লরেন্তের ডান পায়ের শটে গোলবারে বল আঘাত করলে ফের পিছিয়ে পড়ে স্বাগতিকরা। পঞ্চম শটে অ্যান্তনিও রুডিগার জাল কাঁপালে রিয়াল জয়ের আনন্দে ভাসে। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে রিয়াল খেলবে আর্সেনালের বিপক্ষে।

এপ্রিলে বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

আটোয়ারীতে বাংলাদেশ স্কাউটস দিবস উদযাপন

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

নাটকীয় জয়ে কোয়ার্টারে রিয়াল মাদ্রিদ

আপডেট সময় ১২:০২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

কিছু বুঝে উঠার আগেই প্রথম মিনিটে গোল হজম, দ্বিতীয়ার্ধে সেই গোল শোধে ব্যর্থ; এমন সব নাটকীয়তা ছাপিয়ে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে টাইব্রেকারে বাজিমাত রিয়ালের।শেষ আট নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

গতকাল বুধবার (১২ মার্চ) দিনগত রাতে মাদ্রিদের ওয়ান্দা মেত্রোপোলিতানোয় শেষ ষোলোর দ্বিতীয় লেগে আতলেতিকোর কাছে ১-০ গোলে হেরেছে রিয়াল। সান্তিয়াগো বার্নাব্যুর আগের লেগ রিয়াল জিতেছিল ২-১ ব্যবধানে। ফলে নির্ধারিত সময় শেষে দুই লেগ থাকে ২-২ সমতায়। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও কোনও গোল না হলে ফল নিষ্পত্তি হয়েছে টাইব্রেকারে। ম্যাচে গোল করতে না পারলেও এখানে জয়ের হাসি রিয়ালের। টাইব্রেকার ৪-২ গোলে জিতে লস ব্লাঙ্কোস নিশ্চিত করেছে শেষ আট।

পিছিয়ে থেকে দ্বিতীয় লেগ শুরু করেছিল আতলেতিকো। এই ব্যবধান প্রথম মিনিটেই ঘুচিয়ে নেয় স্বাগতিকরা। ম্যাচ শুরুর বাঁশি বাজার পর দর্শকেরা ঠিকঠাক নড়েচড়ে বসারও সময় পাননি। ওইসময়ই গোল করে আতলেতিকোকে এগিয়ে নেন কোনোর গালাঘার। ম্যাচের সময় পেরিয়েছে তখন মোটে ২৭ সেকেন্ড।

৭০তম মিনিটে রিয়াল পেনাল্টি পায়। বক্সের মধ্যে কিলিয়ান এমবাপ্পেকে ফাউ করেন ক্লেমন্ত লংলে। কিন্তু ১২ গজ দূর থেকে নেওয়া ভিনিসিয়াসের শট ক্রসবারের ওপর দিয়ে যায়। দুই লেগের অগ্রগামিতায় নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ২-২ এ শেষ হয়। শেষ পর্যন্ত টাইব্রেকারে খেলা গড়ায়।

পেনাল্টি শুটআউটে প্রথম চেষ্টাকেই গোল বানায় দুই দল। তবে দ্বিতীয় শটে জুলিয়ান আলভারেজের গোল রেফারি বাতিল করে দেন। ডান পায়ে শট নিতে গিয়ে সামান্য পিছলে যাওয়ায় তার বাঁ পা বলে লাগে। বলে দুইবার পা লাগায় বাতিল হয় গোল, নয়তো ২-২ গোলে সমতায় থাকতো অ্যাতলেতিকো। রিয়ালের চতুর্থ শট নেওয়া লুকাস ভাসকেসকে থামিয়ে অ্যাতলেতিকোকে ম্যাচে ফেরান ইয়ান ওবলাক। কিন্তু মার্কোস লরেন্তের ডান পায়ের শটে গোলবারে বল আঘাত করলে ফের পিছিয়ে পড়ে স্বাগতিকরা। পঞ্চম শটে অ্যান্তনিও রুডিগার জাল কাঁপালে রিয়াল জয়ের আনন্দে ভাসে। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে রিয়াল খেলবে আর্সেনালের বিপক্ষে।

এপ্রিলে বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে