ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

এখন থেকে দ্রুত নিষ্পত্তি হবে দেওয়ানী মামলা : আসিফ নজরুল

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, উপদেষ্টা পরিষদ সিভিল প্রসিডিউর অ্যাক্টের চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এর ফলে মামলা নিষ্পত্তি নিয়ে বছরের পর বছর আদালতে চক্করে কাটতে হবে না। দ্রুত মামলা নিষ্পত্তি হবে।

আজ মঙ্গলবার (৬ মে) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা এসব কথা বলেন।

আসিফ নজরুল বলেন, সকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে সিভিল প্রসিডিউর অ্যাক্টের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। তিনি বলেন, ‘আগে দেওয়ানী মামলার ক্ষেত্রে উভয়পক্ষ ছয়বার করে ১২ বার সময় আবেদন করতে পারত। এতে কয়েক বছর লেগে যেত মামলা শুরু হতে। এখন থেকে আবেদন করা যাবে চারবার।’

আইন উপদেষ্টা আরও বলেন, ‘সমন জারির ক্ষেত্রে শুধু ডাকযোগে পাঠানো হতো, যা এখন থেকে হোয়াটসঅ্যাপ ও ই-মেইলে পাঠানো যাবে। ডকুমেন্টস সংগ্রহ করে রাখা যাবে।’

‘এ ছাড়া মামলার বাদি আরজি দাখিলের পর বিবাদী লিখিত জবাব প্রদান করত। উভয়পক্ষের এ শুনানি শুরু করতে দীর্ঘদিন সময়ক্ষেপণ হতো। এখন লিখিত জবাব পঠিত হিসাবে গণ্য হবে। লিখিত পড়ে সময়ক্ষেপণ করতে হবে না’, যোগ করেন ড. আসিফ নজরুল।

আইন উপদেষ্টা বলেন, ‘এ ছাড়া রায়ের পর বাস্তবায়নের জন্য ডিক্রি জারির একটি মামলা করা প্রয়োজন হতো, কিন্তু এখন সেটির প্রয়োজন হবে না। দেওয়ানী মামলায় এসব সংশোধনের মাধ্যমে বিচারপ্রার্থীদের ভোগান্তি কমে যাবে। দ্রুত মামলার নিষ্পত্তি হবে।’

আইন উপদেষ্টা আরও বলেন, ‘নতুন সাইবার নিরাপত্তা আইনে অনলাইন জুয়া নিষিদ্ধসহ বেশ কিছু সিদ্ধান্ত এসেছে, যা আগের আইনে ছিল না। সাইবার সিকিউরিটি অ্যাক্টের ৯টি ধারা বাতিল করা হয়েছে। এতে পূর্বের ৯৫ ভাগ মামলা বাতিল হয়ে যাবে।’

এক প্রশ্নের জবাবে ড. আসিফ নজরুল বলেন, ‘যেকোনো সংস্কার কমিশন প্রতিবেদন দিলেই তা বাস্তবায়ন হবে না। বাস্তবায়ন করা হবে ঐকমত্য কমিশনে সিদ্ধান্ত হওয়ার পর। নারী সংস্কার কমিশন যে প্রতিবেদন দিয়েছে, সে ক্ষেত্রেও একই বিধান প্রযোজ্য হবে। ভিন্নমত থাকবে, কিন্তু সেটি অবশ্যই শালীন ভাষায় হতে হবে।’

হত্যা মামলায় সাবেক এমপি জান্নাত আরা হেনরী ৪ দিনের রিমান্ডে

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

এখন থেকে দ্রুত নিষ্পত্তি হবে দেওয়ানী মামলা : আসিফ নজরুল

আপডেট সময় ০৬:০২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, উপদেষ্টা পরিষদ সিভিল প্রসিডিউর অ্যাক্টের চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এর ফলে মামলা নিষ্পত্তি নিয়ে বছরের পর বছর আদালতে চক্করে কাটতে হবে না। দ্রুত মামলা নিষ্পত্তি হবে।

আজ মঙ্গলবার (৬ মে) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা এসব কথা বলেন।

আসিফ নজরুল বলেন, সকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে সিভিল প্রসিডিউর অ্যাক্টের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। তিনি বলেন, ‘আগে দেওয়ানী মামলার ক্ষেত্রে উভয়পক্ষ ছয়বার করে ১২ বার সময় আবেদন করতে পারত। এতে কয়েক বছর লেগে যেত মামলা শুরু হতে। এখন থেকে আবেদন করা যাবে চারবার।’

আইন উপদেষ্টা আরও বলেন, ‘সমন জারির ক্ষেত্রে শুধু ডাকযোগে পাঠানো হতো, যা এখন থেকে হোয়াটসঅ্যাপ ও ই-মেইলে পাঠানো যাবে। ডকুমেন্টস সংগ্রহ করে রাখা যাবে।’

‘এ ছাড়া মামলার বাদি আরজি দাখিলের পর বিবাদী লিখিত জবাব প্রদান করত। উভয়পক্ষের এ শুনানি শুরু করতে দীর্ঘদিন সময়ক্ষেপণ হতো। এখন লিখিত জবাব পঠিত হিসাবে গণ্য হবে। লিখিত পড়ে সময়ক্ষেপণ করতে হবে না’, যোগ করেন ড. আসিফ নজরুল।

আইন উপদেষ্টা বলেন, ‘এ ছাড়া রায়ের পর বাস্তবায়নের জন্য ডিক্রি জারির একটি মামলা করা প্রয়োজন হতো, কিন্তু এখন সেটির প্রয়োজন হবে না। দেওয়ানী মামলায় এসব সংশোধনের মাধ্যমে বিচারপ্রার্থীদের ভোগান্তি কমে যাবে। দ্রুত মামলার নিষ্পত্তি হবে।’

আইন উপদেষ্টা আরও বলেন, ‘নতুন সাইবার নিরাপত্তা আইনে অনলাইন জুয়া নিষিদ্ধসহ বেশ কিছু সিদ্ধান্ত এসেছে, যা আগের আইনে ছিল না। সাইবার সিকিউরিটি অ্যাক্টের ৯টি ধারা বাতিল করা হয়েছে। এতে পূর্বের ৯৫ ভাগ মামলা বাতিল হয়ে যাবে।’

এক প্রশ্নের জবাবে ড. আসিফ নজরুল বলেন, ‘যেকোনো সংস্কার কমিশন প্রতিবেদন দিলেই তা বাস্তবায়ন হবে না। বাস্তবায়ন করা হবে ঐকমত্য কমিশনে সিদ্ধান্ত হওয়ার পর। নারী সংস্কার কমিশন যে প্রতিবেদন দিয়েছে, সে ক্ষেত্রেও একই বিধান প্রযোজ্য হবে। ভিন্নমত থাকবে, কিন্তু সেটি অবশ্যই শালীন ভাষায় হতে হবে।’

হত্যা মামলায় সাবেক এমপি জান্নাত আরা হেনরী ৪ দিনের রিমান্ডে