টানা তীব্র দাবদাহে অতিষ্ঠ দেশবাসী। রোববার প্রচণ্ড গরমে রাজধানী ঢাকাসহ আট জেলায় হিট স্ট্রোকে ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে একজন বীর মুক্তিযোদ্ধা ও একজন শিক্ষকও আছেন। গরমে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। হাসপাতালগুলোয় গরমজনিত রোগীর ভিড় বাড়ছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, একদিকে তীব্র গরম, অপরদিকে বাতাসে জলীয় বাষ্পের আর্দ্রতা বেশি থাকায় মানুষের মধ্যে অস্বস্তি বাড়ছে। অল্পতেই মানুষ প্রচণ্ড ঘেমে দুর্বল হয়ে পড়ছেন। চিকিৎসকরা জানিয়েছেন, এরকম তীব্র গরমের সময় সতর্ক না থাকলে শারীরিক নানা সমস্যার পাশাপাশি হিট স্ট্রোকে মৃতের সংখ্যা বাড়তে পারে।
রোববার গুলিস্তানের ফুলবাড়িয়া এলাকায় অতিরিক্ত গরমে বজলুর রহমান (৫০) নামের একজন মারা গেছেন। বিকাল সাড়ে ৪টার দিকে ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডে ইমাদ কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে। বজলুর কমিউনিটি পুলিশ সদস্য ছিলেন বলে জানা গেছে। পুলিশের ধারণা, অতিরিক্ত গরমে হিট স্ট্রোকে তার মৃত্যু হতে পারে। মৃত বজলুর সদরঘাট এলাকায় পরিবারসহ থাকতেন।
অপরদিকে গুলিস্তানে অটোরিকশার ভেতরে অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে সেলিম মিয়া (৫০) নামে এক ব্যবসায়ীর মৃত্যুর খবর পাওয়া গেছে। রোববার দুপুর সোয়া ১টার দিকে অটোরিকশায় করে কাজলা থেকে কাওরান বাজার যাওয়ার পথে গুলিস্তানে এ ঘটনা ঘটে। তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অতিরিক্ত গরমে হিট স্ট্রোক করে মারা গেছেন বলে ধারণা করছেন চিকিৎসক ও স্বজনরা।
এছাড়া রাজধানীর গুলিস্তানে পীর ইয়ামেনী মার্কেটের মসজিদে নামাজ পড়া অবস্থায় মিজানুর রহমান (৬০) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। আসরের নামাজের সময় এ ঘটনা ঘটে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি কুমিল্লার বরুড়ার আনাইসকোটা গ্রামের মৃত আব্দুল গনি মুন্সির ছেলে।
নরসিংদী আদালত প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু : নরসিংদী প্রতিনিধি জানান, নরসিংদী আদালত প্রাঙ্গণে সুলতান উদ্দিন মিয়া (৭২) নামে এক মুক্তিযোদ্ধা মারা গেছেন। রোববার বেলা ৩টার দিকে তার মুত্যু হয়। তিনি নরসিংদী কোর্টে আইনজীবীর সহকারী (মুহুরি) হিসাবে কর্মরত ছিলেন।
ফুলবাড়ীতে একই দিনে দুজনের মৃত্যু : ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় রোববার তীব্র গরমে হিট স্ট্রোকে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তারা হলেন নাজিম উদ্দিন (৭০) ও ঈশ্বর চন্দ্র (৬০)। কড়াই গ্রামের বাসিন্দা নাজিম উদ্দিন দুপুর ১টার দিকে জমি থেকে ঘাস কেটে বাসায় আসার পথে অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে তিনি মারা যান। অপরদিকে ফুলবাড়ী পৌর এলাকার রাজবংশীপাড়ার ঈশ্বর চন্দ্র মনিমালা সিনেমা হল এলাকায় তার ভাড়া নেওয়া ধানের চাতালে কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। চাতালের অন্য কর্মীরা তাকে বাসায় নিয়ে এলে গ্রামের একজন ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। এলাকাবাসীসহ একাধিক সূত্র হিট স্ট্রোকে তাদের মৃত্যুর খবর নিশ্চিত করে।
যশোরে তীব্র গরমে অসুস্থ হয়ে স্কুলশিক্ষকের মৃত্যু : যশোর ব্যুরো জানায়, যশোরে ধান কেটে বাড়ি আসার পর আহসান হাবিব (৩৭) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। রোববার এ ঘটনা ঘটে। তিনি যশোর সদরের আমদাবাদ হাইস্কুলের সহকারী শিক্ষক। স্থানীয়রা বলছেন, হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। যদিও সংশ্লিষ্ট ডাক্তার বলেছেন, ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া তার মৃত্যুর কারণ বলা যাচ্ছে না।
কালকিনিতে কাজে বেরিয়ে ব্যবসায়ীর মৃত্যু : কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি জানান, মাদারীপুরের কালকিনিতে তীব্র গরমে হিট স্ট্রোক করে শাহাদাত সরদার (৫৯) নামে এক ভাঙারি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত শাহাদাত পৌর এলাকার পশ্চিম শিকার মঙ্গলগ্রামের ছালাম সরদারের ছেলে। এলাকা ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, ব্যবসায়ী শাহাদাত সরদার রোববার সকালে তীব্র গরমের মধ্যে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এ সময় তিনি গরম সইতে না পেরে হঠাং অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে কালকিনি হাসপাতালে নেওয়ার পথে মারা যান। নিহতের চাচাতো ভাই জালাল সরদার বলেন, শাহাদাত সরদার গরম সহ্য করতে না পেরে হিট স্ট্রোক করে মারা গেছেন।
সুবর্ণচরে ২য় শ্রেণির ছাত্রের মৃত্যু : সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি জানান, সুবর্ণচরে হিট স্ট্রোকে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। দুপুর ১টার দিকে নিজ বাড়িতে নিহত মো. কামরুল হাসান ফাহিম (৭) চরক্লার্ক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কেরামতপুর গ্রামের ওমর ফারুকের ছেলে। সে স্থানীয় মধ্য কেরামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২য় শ্রেণির ছাত্র ছিল।
গোপালপুরে চা বিক্রেতার মৃত্যু : গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, টাঙ্গাইলের গোপালপুরে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে ফেরদৌস আলম ঠান্ডু (৫০) নামে এক চা বিক্রেতার মৃত্যু হয়েছে। রোববার সকাল ১০টার দিকে বেলুয়া গ্রামের নিজ বাড়িতে তার মৃত্যু হয়। তিনি হেমনগর ইউনিয়নে বেলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোনতাজ মাস্টারের বড় ছেলে।
রাজশাহীতে হিট স্ট্রোকে এক যুবকের মৃত্যু : রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহীতে দিলীপ বিশ্বাস (৩৫) নামের এক যুবক হিট স্ট্রোকে মারা যাওয়ার খবর পাওয়া গেছে। রোববার সকাল ৭টার দিকে নিজ বাড়িতে তিনি মারা যান। তিনি পবা উপজেলার দামকুড়া থানার কাদিপুর গ্রামের গোপাল বিশ্বাসের ছেলে।
বাকেরগঞ্জে নির্বাচনি প্রচারে গিয়ে মৃত্যু : বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি জানান, বরিশালের বাকেরগঞ্জে হিট স্ট্রোকে রিয়াজ হাওলাদার নামের এক আওয়ামী লীগ নেতা মারা গেছেন। শনিবার বিকালে কলসকাঠি বাজারে উপজেলা নির্বাচনে এক প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণা চালানোর সময় অসুস্থ হয়ে হিট স্ট্রোকে তিনি মারা যান।
আরো পড়ুন : আজ ভয়াল ২৯শে এপ্রিল