ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

দুই বছর পর ন্যানসির সঙ্গে গাইলেন মার্সেল

গায়ক ও সংগীত পরিচালক শাহরিয়ার মার্সেলের প্রিয় শিল্পীদের একজন নাজমুন মুনিরা ন্যানসি। যখনই ন্যানসির সঙ্গে গাইবার সুযোগ পেয়েছেন আবেগে আপ্লুত হয়েছেন মার্সেল। দু-বছর পর আবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে গাইলেন এই সংগীত পরিচালক

রাফাত মজুমদার রিংকুর ‘কি মায়ায় জড়ালে’ নাটকের টাইটেল গানটিতে কণ্ঠ দিলেন ন্যানসি-মার্সেল। তারিখ তুহিনের লেখা এ গানের সুর ও সংগীত করেছেন মার্সেল নিজেই। তিনি জানালেন, এর আগে অন্য একটি নাটকে ন্যানসির সঙ্গে তিনি ‘এ হৃদয়ে’ গানে দ্বৈত কণ্ঠ দিয়েছিলেন।

মার্সেল বলেন, হাবিব ভাইয়ের সঙ্গে ন্যানসির আপুর অনেক গান শুনেছি। কৈশোরে তার মনে হয় স্বপ্নের মধ্যেও বাজতো। সুরকার হিসেবে তার কণ্ঠে কীভাবে সুন্দর গান উপহার দিতে পারি সেই চেষ্টা থাকে। জুনিয়র হিসেবে তিনি অনেক স্নেহ করেন। তার সঙ্গে অনেকদিন পর কাজ করতে পেরে সৌভাগ্যবান মনে করছি। ‘কি মায়ায় জড়ালে’ গানটি অনেক ইমোশন নিয়ে তৈরি করা। কথা দিচ্ছি কাজটি সবার ভালো লাগবে।

সম্প্রতি শিল্পী লুৎফুর হাসানের সঙ্গে সাতটি গানের কাজ করেছেন শাহরিয়ার মার্সেল। পাশাপাশি শিল্পী কোনালের সঙ্গেও তার নতুন আরেকটি গান আসছে বলে জানান। মার্সেল বলেন, মিজানুর রহমান আরিয়ান ভাইয়ের ‘যুগল’ নাটকের টাইটেল গানটিও কদিন আগে মুক্তি পেল।

”যে গানগুলো করেছি প্রতিটি নতুন নতুন ভাবে। যাদের সঙ্গে কাজ হয়েছে তারা প্রত্যেকে আমার প্রিয় মানুষ। সবচেয়ে চেষ্টা করে যাই কিভাবে বৈচিত্র রেখে নতুন গান দর্শকদের উপহার দেয়া যায়। সবগুলো গান একে একে বিভিন্ন নাটক ও লেভেলে প্রকাশ পাবে।”

আবারো বিয়ে করলেন সানি লিওন

‘কিং ইজ কামিং’, মার্কিন এক নারীর উদ্দেশে শাহরুখ!

তাওহিদি জনতা’র বাধায় শো-রুম উদ্বোধন না করেই ঢাকায় ফিরলেন মেহজাবীন

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

দুই বছর পর ন্যানসির সঙ্গে গাইলেন মার্সেল

আপডেট সময় ০৫:২৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪

গায়ক ও সংগীত পরিচালক শাহরিয়ার মার্সেলের প্রিয় শিল্পীদের একজন নাজমুন মুনিরা ন্যানসি। যখনই ন্যানসির সঙ্গে গাইবার সুযোগ পেয়েছেন আবেগে আপ্লুত হয়েছেন মার্সেল। দু-বছর পর আবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে গাইলেন এই সংগীত পরিচালক

রাফাত মজুমদার রিংকুর ‘কি মায়ায় জড়ালে’ নাটকের টাইটেল গানটিতে কণ্ঠ দিলেন ন্যানসি-মার্সেল। তারিখ তুহিনের লেখা এ গানের সুর ও সংগীত করেছেন মার্সেল নিজেই। তিনি জানালেন, এর আগে অন্য একটি নাটকে ন্যানসির সঙ্গে তিনি ‘এ হৃদয়ে’ গানে দ্বৈত কণ্ঠ দিয়েছিলেন।

মার্সেল বলেন, হাবিব ভাইয়ের সঙ্গে ন্যানসির আপুর অনেক গান শুনেছি। কৈশোরে তার মনে হয় স্বপ্নের মধ্যেও বাজতো। সুরকার হিসেবে তার কণ্ঠে কীভাবে সুন্দর গান উপহার দিতে পারি সেই চেষ্টা থাকে। জুনিয়র হিসেবে তিনি অনেক স্নেহ করেন। তার সঙ্গে অনেকদিন পর কাজ করতে পেরে সৌভাগ্যবান মনে করছি। ‘কি মায়ায় জড়ালে’ গানটি অনেক ইমোশন নিয়ে তৈরি করা। কথা দিচ্ছি কাজটি সবার ভালো লাগবে।

সম্প্রতি শিল্পী লুৎফুর হাসানের সঙ্গে সাতটি গানের কাজ করেছেন শাহরিয়ার মার্সেল। পাশাপাশি শিল্পী কোনালের সঙ্গেও তার নতুন আরেকটি গান আসছে বলে জানান। মার্সেল বলেন, মিজানুর রহমান আরিয়ান ভাইয়ের ‘যুগল’ নাটকের টাইটেল গানটিও কদিন আগে মুক্তি পেল।

”যে গানগুলো করেছি প্রতিটি নতুন নতুন ভাবে। যাদের সঙ্গে কাজ হয়েছে তারা প্রত্যেকে আমার প্রিয় মানুষ। সবচেয়ে চেষ্টা করে যাই কিভাবে বৈচিত্র রেখে নতুন গান দর্শকদের উপহার দেয়া যায়। সবগুলো গান একে একে বিভিন্ন নাটক ও লেভেলে প্রকাশ পাবে।”

আবারো বিয়ে করলেন সানি লিওন

‘কিং ইজ কামিং’, মার্কিন এক নারীর উদ্দেশে শাহরুখ!

তাওহিদি জনতা’র বাধায় শো-রুম উদ্বোধন না করেই ঢাকায় ফিরলেন মেহজাবীন