প্রথমবারের মত জুটি বেঁধে পর্দায় আসতে যাচ্ছেন আদর আজাদ ও প্রার্থনা ফারদিন দীঘি। এই জুটিকে নিয়ে ‘টগর’ নামের সিনেমা বানানোর সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক আলোক হাসান।
এর মধ্যে ১ মিনিট দৈর্ঘ্যের অ্যানাউন্সমেন্ট টিজার প্রকাশ করে সিনেমার ঘোষণা দিয়েছেন নির্মাতা।
ওই টিজারে ধুন্ধুমার অ্যাকশন দেখিয়েছেন হাসান। ভিডিওতে দেখা গেছে, ছিন্নভিন্ন হয়ে পড়ে আছে মরদেহ, আর একটি নিথর দেহ টেনে নিয়ে যাচ্ছেন আদর।
তার পাশেই দাঁড়িয়ে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে আছেন দীঘি। ওই সময় দীঘির দিকে তেড়ে আসে এক অস্ত্রধারী, যাকে ধরাশায়ী করেন আদর।
চট্টগ্রামে আগামী মাসে শুরু হবে টগর সিনেমার শুটিং।
শুটিং শেষে চলতি বছরই সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নির্মাতা হাসান।
সিনেমা নিয়ে আদর আজাদ বলেন, “এই প্রথম এমন ধরনের একটি চরিত্র করছি। চরিত্রটির মধ্যে তামিল কিংবা বলিউডের একটা ছায়া দর্শক পাবে।”
দীঘির কাছে চিত্রনাট্য ‘অসাধারণ’ লেগেছে।
এই অভিনেত্রীর ভাষ্য, “বাণিজ্যিক উপাদান ও চমক মিলিয়ে দারুণ কিছু হতে যাচ্ছে।”
সিনেমার চিত্রগ্রহণ করছেন ইসমাইল হোসেন লিটন, আর্ট ডিরেক্টর রহমতুল্লাহ বাসু, ফাইট ডিরেক্টর চুন্নু এবং রূপসজ্জায় থাকছেন মনির হোসেন।