সম্প্রতি আহসান হাবিব আকিকের পরিচালনায় অভিনেতা মেহেদী হাসান অপু ,মায়িশা প্রাপ্তি ফারজানা ববি একইসঙ্গে একটি বিজ্ঞাপনে ঢাকার পূর্বাচলে শুটিং শেষ করলেন।
বিজ্ঞাপন নির্মাণ প্রসঙ্গে আহসান হাবিব আকিক জানান করোতোয়া সুগন্ধি চিনিগুড়া চালের বিজ্ঞাপনটি বেশ স্বতঃস্ফূর্তভাবে নির্মাণ শেষ করলাম অপু ,প্রাপ্তির সাথে এর আগেও কাজ হয়েছে ববির সাথে এই প্রথম কাজ হল সবাই মিলে কাজটা খুবই ভালো হয়েছে বাকিটা দর্শক বলবে ।
অভিনেতা অপু বলেন হাবিব ভাইয়ের নির্দেশনায় আগেও কাজ করার সৌভাগ্য আমার হয়েছে, তার নির্দেশনায় কাজ মানেই চমক আবারো কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত, আমি আমার শতভাগ দিয়ে কাজটি করার চেষ্টা করেছি।
অভিনেত্রী মায়িশা প্রাপ্তি বলেন হাবিব ভাইয়ের সাথে আমার ও অপুর একসাথে আগেও কাজ হয়েছে আমরা এক ফ্যামিলির মত হয়ে গেছি, সেটে তাই সবাই প্রানবন্ত থাকি, এই কাজটি ও প্রানবন্ত হয়েছে আশা করছি।
আহসান হাবিব আকিকের পরিচালনায় মায়িশা প্রাপ্তি ও মেহেদী হাসান অপু একইসঙ্গে এর আগে কাজ হলে ও এই টিমে নতুন যুক্ত হয়েছে ফারজানা ববি। অভিনেত্রী ফারজানা ববি জানান এই বিজ্ঞাপনে অভিনয় করে অন্যরকম এক অভিজ্ঞতা উপলব্ধি করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে ।