একই ব্যক্তি দু্ই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না বলে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে যে প্রস্তাব রাখা হয়েছে, সেটির সঙ্গে একমত নয় বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি।
এর পরিবর্তে দলটির পক্ষ থেকে প্রস্তাব রাখা হয়েছে যে, একই ব্যক্তি পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না। তবে দল চাইলে একবার বিরতি দিয়ে ওই একই ব্যক্তিকে পুনরায় প্রধানমন্ত্রী পদে বসাতে পাবরেন।
“আমাদের প্রস্তাব যেটা, সেটা হচ্ছে যে, নট মোর দেন দু কন্সিকিউটিভ টার্মস, অর্থ্যাৎ পরপর দুইবারের বেশি কেউ একজন প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। তার মানে দাঁড়াচ্ছে, যদি দুইবারের পর একবার গ্যাপ (বিরতি) হয়, তার পরবর্তীকালে যদি জনগণ নির্বাচন করে সেই পার্টিকে মেজরিটি পার্টি (সংখ্যাগরিষ্টের দল) হিসেবে; সেই পার্টি যদি ডিসাইড (সিদ্ধান্ত গ্রহণ) করে, তাহলে সেই একই ব্যক্তি প্রধানমন্ত্রী হতেও পারেন,” রোববার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের ফাঁকে সাংবাদিকদের বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
তিনি আরও বলেন, “কিন্তু কথা হচ্ছে, কেন ধরে নিচ্ছেন যে, সেম লিডার ((একই নেতা) বা ব্যক্তি বার বার হবেন। আমরা তো এখানে অপশনটা (সুযোগ) রাখতে চাই যে, বাধ্যবাধকতা করা যাবে না।”
এছাড়া সংস্কার কমিশনের পক্ষ থেকে রাষ্ট্রপতি ও সংসদের মেয়াদ চার বছর করার যে প্রস্তাব রাখা হয়েছে, সেটির সঙ্গেও দ্বিমত পোষণ করেছে বিএনপি।
“রাষ্ট্রপতির মেয়াদও পাঁচ বছর, সংসদের মেয়াদও পাঁচবছর; সব কিছুর বিষয়ে আমরা পাঁচ বছর মেয়াদের প্রাকটিসের (চর্চার) মধ্যে থাকতে চাই,” বলেন সালাহউদ্দিন আহমেদ।