ঢাকা ১১:০২ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আমরা যেন উদাহরণ সৃষ্টি করতে পারি : ড. ইউনূস ভবিষ্যৎ করণীয় নিয়ে যুগপৎ সঙ্গীদের সাথে আলোচনায় বিএনপি হামজার পর এবার আসছেন কানাডার সামিত সকল প্রকার অনিয়মের বিরুদ্ধে অভিযোগ দাখিলের আহ্বান উপদেষ্টা আসিফের সরকারের মূল উদ্দেশ্য শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা : গণশিক্ষা উপদেষ্টা পাকিস্তানের কাছেও হার বাংলাদেশের; কঠিন সমীকরণে বিশ্বকাপ ভাগ্য পারমাণবিক ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ধাপের আলোচনা হাসিনাসহ ১২ জনের নামে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির আবেদন মুসলিম সংখ্যলঘুদের নিয়ে বাংলাদেশের বক্তব্য ভারতের প্রত্যাখ্যান সংস্কার ও শেখ হাসিনার বিচারের আগে নির্বাচন নয় : গোলাম পরওয়ার

দুবলাচরের শুটকি জেলে পল্লিতে হামলা, ৩ ভারতীয় জলদস্যু অস্ত্র সহ আটক

বঙ্গোপসাগর পাড় দুবলার চরের আলোর কোলে শুটকি তৈরীর জেলে পল্লিতে হামলা ও লুটপাট চালানোর চেষ্ট করছিল জলদস্যুরা। এসময় মুক্তিপন আদায়ের জন্য জেলেদের জিম্মি করার সময় অস্ত্র সহ ৩ ভারতীয় জলদস্যুকে আটক করেছে স্থানীয় জেলেরা। আটক ৩ দস্যুকে অস্ত্রসহ দুবলার চরের কোস্ট গার্ড কন্টিজেন্ট’র হাতে তুলে দেয়া হয়েছে। আটক জলদস্যুদের নাম পরিচয় ভারতীয় বলে জানা গেছে। এ তথ্য নিশ্চিৎ করেছে দুবলা ফিসারম্যান গ্রুপের সভাপতি মো: কামাল উদ্দিন।
দুবলার চর আলোর কোল শুটকি পল্লি জেলেদের বরাত দিয়ে কামাল উদ্দিন বলেন, রবিবার (২৬ জানুয়ারী) রাত ১১ টার দিকে একটি ভারতীয় ফিশিং ট্রলার যোগে ১৫/১৮ জনের স্বসস্ত্র জলদস্যুর দল বঙ্গোপসাগর পাড়ে দুবলার চড়ে জেলে পল্লিতে হামলা ও লুটপাট চালায়। পরে দস্যুদল দুই ভাগে বিভক্ত হয়ে ৪ জন দস্যুর দায়ীত্বে প্রায় ২০ থেকে ২৫ জন জেলেকে জিম্মি রেখে তারা অন্য পল্লিতে হানা দেয়। এসময় জিম্মি জেলেরা প্রানপন সাহস নিয়ে তাদের উপর ঝাপিয়ে পরে এবং ওই সকল দস্যুদের আটক করার চেষ্টা করে। এসময় সেখান থেকে এক দস্যু জীবন বাচাঁতে অস্ত্র সহ নদীতে ঝাপ দিয়ে সুন্দরবনের গহীনে পালিয়ে যায়।  জিম্মি জেলেদের চিৎকারে অন্য জেলেরা ছুটে এসে প্রতিরোধ গড়ে তোলে। পরে ধাওয়া করে ভারতীয় ৩ দস্যুকে আটক করে গন ধোলাই দেয়। এসময় তাদের কাছ থেকে দেশীয় একটি একনালা বন্দুক ও বেশ কয়েক রাউন্ট গুলিসহ ভারতীয় কিছু কাগজপত্র  উদ্ধার করে জেলেরা। আর ফিশিং ট্রলারে থাকা অন্য জলদস্যুরা তাদের ব্যাহৃত বোট নিয়ে পালিয়ে যায়।
পরে জেলে পল্লীর ফিসারম্যান গ্রুপের সভাপতি কামাল উদ্দিনের উপস্থিতিতে আটক ভারতীয় ৩ জলদস্যুকে অস্ত্র সহ কোস্ট গার্ড দুবলা কন্টিজেন্টের কাছে হস্তান্তর করা হয় বলে জানান তিনি।
এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে কোস্ট গার্ড পশ্চিম জোনের এক কর্মকর্তা বলেন, এ বিষয়ে অভিযান চলছে। পরে বিস্তারিত জানানো হবে।
ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

আমরা যেন উদাহরণ সৃষ্টি করতে পারি : ড. ইউনূস

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

দুবলাচরের শুটকি জেলে পল্লিতে হামলা, ৩ ভারতীয় জলদস্যু অস্ত্র সহ আটক

আপডেট সময় ১০:০০:৪০ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
বঙ্গোপসাগর পাড় দুবলার চরের আলোর কোলে শুটকি তৈরীর জেলে পল্লিতে হামলা ও লুটপাট চালানোর চেষ্ট করছিল জলদস্যুরা। এসময় মুক্তিপন আদায়ের জন্য জেলেদের জিম্মি করার সময় অস্ত্র সহ ৩ ভারতীয় জলদস্যুকে আটক করেছে স্থানীয় জেলেরা। আটক ৩ দস্যুকে অস্ত্রসহ দুবলার চরের কোস্ট গার্ড কন্টিজেন্ট’র হাতে তুলে দেয়া হয়েছে। আটক জলদস্যুদের নাম পরিচয় ভারতীয় বলে জানা গেছে। এ তথ্য নিশ্চিৎ করেছে দুবলা ফিসারম্যান গ্রুপের সভাপতি মো: কামাল উদ্দিন।
দুবলার চর আলোর কোল শুটকি পল্লি জেলেদের বরাত দিয়ে কামাল উদ্দিন বলেন, রবিবার (২৬ জানুয়ারী) রাত ১১ টার দিকে একটি ভারতীয় ফিশিং ট্রলার যোগে ১৫/১৮ জনের স্বসস্ত্র জলদস্যুর দল বঙ্গোপসাগর পাড়ে দুবলার চড়ে জেলে পল্লিতে হামলা ও লুটপাট চালায়। পরে দস্যুদল দুই ভাগে বিভক্ত হয়ে ৪ জন দস্যুর দায়ীত্বে প্রায় ২০ থেকে ২৫ জন জেলেকে জিম্মি রেখে তারা অন্য পল্লিতে হানা দেয়। এসময় জিম্মি জেলেরা প্রানপন সাহস নিয়ে তাদের উপর ঝাপিয়ে পরে এবং ওই সকল দস্যুদের আটক করার চেষ্টা করে। এসময় সেখান থেকে এক দস্যু জীবন বাচাঁতে অস্ত্র সহ নদীতে ঝাপ দিয়ে সুন্দরবনের গহীনে পালিয়ে যায়।  জিম্মি জেলেদের চিৎকারে অন্য জেলেরা ছুটে এসে প্রতিরোধ গড়ে তোলে। পরে ধাওয়া করে ভারতীয় ৩ দস্যুকে আটক করে গন ধোলাই দেয়। এসময় তাদের কাছ থেকে দেশীয় একটি একনালা বন্দুক ও বেশ কয়েক রাউন্ট গুলিসহ ভারতীয় কিছু কাগজপত্র  উদ্ধার করে জেলেরা। আর ফিশিং ট্রলারে থাকা অন্য জলদস্যুরা তাদের ব্যাহৃত বোট নিয়ে পালিয়ে যায়।
পরে জেলে পল্লীর ফিসারম্যান গ্রুপের সভাপতি কামাল উদ্দিনের উপস্থিতিতে আটক ভারতীয় ৩ জলদস্যুকে অস্ত্র সহ কোস্ট গার্ড দুবলা কন্টিজেন্টের কাছে হস্তান্তর করা হয় বলে জানান তিনি।
এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে কোস্ট গার্ড পশ্চিম জোনের এক কর্মকর্তা বলেন, এ বিষয়ে অভিযান চলছে। পরে বিস্তারিত জানানো হবে।