ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

মোংলায় জমে উঠেছে ভূমি মেলা, মিলছে ই-নামজারিসহ নানা সেবা

কোন ধরনের হয়রানি ছাড়াই দিনে দিনে সরবরাহ করা হবে জমির খতিয়ান। করা যাবে ই-নামজারির আবেদন। পাওয়া যাবে মৌজার ম্যাপ এবং অনলাইনে খতিয়ানের সার্টিফায়েড কপি। মোংলা ভূমি মেলায় এসব সুযোগ-সুবিধার পাওয়া যাচ্ছে। 
 মঙ্গলবার (২৭ মে) শেষ দিনেও জমে উঠেছে মোংলা উপজেলা প্রশাসনের উদ্যোগে তিন দিনব্যাপী আয়োজিত এ ভূমি মেলা। এসময় উপজেলা ভূমি অফিস চত্বর সেবা গ্রহণ করতে আসা বিভিন্ন গ্রাহকদের সেবা নিতে দেখা যায়।
গত সোমবার (২৫ মে) নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারির আবেদন, কোনো ধরনের হয়রানি ছাড়াই জমির খতিয়ান সরবরাহ করা, মৌজার ম্যাপ এবং অনলাইনে খতিয়ানের সার্টিফায়েড কপিসহ ভূমি সংক্রান্ত অন্যান্য সুবিধা জনগণের দোঁড়গোড়ায় পৌছে দেয়ার উদ্দেশ্যে সারা দেশের ন্যায় মোংলায়ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে দিনব্যাপী ভূমি মেলা ২০২৫।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি ও সহকারি কমিশনার (ভূমি) মো: আরাফাত হোসেন ভূমি অফিস চত্বরে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন। এ সময় একটি র‌্যালি ভূমি অফিসের সামনে প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এসময় উপজেলা সমাজসেবা অফিসার এস এম মাসুদ রানা, সমবায় অফিসার মো: জুবাইর হোসেন, পল্লী উন্নয়ন অফিসার সবুজ বৈরাগী, মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরৎ জাহান, কৃষি অফিসার প্রশান্ত হাওলাদার, উপ-সহকারী প্রকৌশলী সোহান আহম্মেদসহ ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, সেবা গ্রহীতারা ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সহকারি কমিশনার (ভূমি) মো: আরাফাত হোসেন বলেন, ভূমি সংক্রান্ত জটিলতা জমি মালিকদের দুইটা কারণের জন্য। যার মধ্যে একটি হলো ভূমি সম্পর্কে অজ্ঞতা ও অবহেলা। ভূমি বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। বেশির ভাগ মানুষ দালালদের খপ্পরে পড়েন, সেবা পেতে বিড়ম্বনা হলে সরাসরি সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করতে হবে। ভূমি হচ্ছে সন্তানের মতো, সন্তানদের যেমন লালন পালন করা হয় তেমনি জমিকেও সেভাবে যত্ন করতে হবে। ঠিকমতো চাষাবাদ, ভূমি উন্নয়ন কর দেওয়া হলে ওই জমি নিয়ে কখনও ঝামেলায় পড়তে হয় না।
উল্লেখ্য, মেলায় ভূমি পোর্টালে (land.gov.bd) ভূমি তথ্য বাতায়ন, রেজিস্ট্রেশন, ই-নামজারির আবেদন প্রক্রিয়াকরণ, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান এবং এ সব ফি সম্পূর্ণভাবে অনলাইনে গ্রহণ করা সংক্রান্ত ধারণা দেওয়ার পাশাপাশি ডাকযোগে ভূমি সেবা-মৌজাম্যাপ প্রাপ্তি, অনলাইনে ডিসিআর ও খতিয়ান প্রাপ্তি এবং ভূমি সেবা সম্পর্কে অভিযোগ জানাতে বা ভূমি সেবা সংক্রান্ত যেকোনো বিষয়ে জানতে হট লাইন সেবা (১৬১২২) এর উপযোগিতা সম্পর্কে জনসাধারণকে সচেতন করা হয়।
ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মোংলায় জমে উঠেছে ভূমি মেলা, মিলছে ই-নামজারিসহ নানা সেবা

আপডেট সময় ০৬:৪১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
কোন ধরনের হয়রানি ছাড়াই দিনে দিনে সরবরাহ করা হবে জমির খতিয়ান। করা যাবে ই-নামজারির আবেদন। পাওয়া যাবে মৌজার ম্যাপ এবং অনলাইনে খতিয়ানের সার্টিফায়েড কপি। মোংলা ভূমি মেলায় এসব সুযোগ-সুবিধার পাওয়া যাচ্ছে। 
 মঙ্গলবার (২৭ মে) শেষ দিনেও জমে উঠেছে মোংলা উপজেলা প্রশাসনের উদ্যোগে তিন দিনব্যাপী আয়োজিত এ ভূমি মেলা। এসময় উপজেলা ভূমি অফিস চত্বর সেবা গ্রহণ করতে আসা বিভিন্ন গ্রাহকদের সেবা নিতে দেখা যায়।
গত সোমবার (২৫ মে) নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারির আবেদন, কোনো ধরনের হয়রানি ছাড়াই জমির খতিয়ান সরবরাহ করা, মৌজার ম্যাপ এবং অনলাইনে খতিয়ানের সার্টিফায়েড কপিসহ ভূমি সংক্রান্ত অন্যান্য সুবিধা জনগণের দোঁড়গোড়ায় পৌছে দেয়ার উদ্দেশ্যে সারা দেশের ন্যায় মোংলায়ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে দিনব্যাপী ভূমি মেলা ২০২৫।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি ও সহকারি কমিশনার (ভূমি) মো: আরাফাত হোসেন ভূমি অফিস চত্বরে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন। এ সময় একটি র‌্যালি ভূমি অফিসের সামনে প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এসময় উপজেলা সমাজসেবা অফিসার এস এম মাসুদ রানা, সমবায় অফিসার মো: জুবাইর হোসেন, পল্লী উন্নয়ন অফিসার সবুজ বৈরাগী, মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরৎ জাহান, কৃষি অফিসার প্রশান্ত হাওলাদার, উপ-সহকারী প্রকৌশলী সোহান আহম্মেদসহ ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, সেবা গ্রহীতারা ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সহকারি কমিশনার (ভূমি) মো: আরাফাত হোসেন বলেন, ভূমি সংক্রান্ত জটিলতা জমি মালিকদের দুইটা কারণের জন্য। যার মধ্যে একটি হলো ভূমি সম্পর্কে অজ্ঞতা ও অবহেলা। ভূমি বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। বেশির ভাগ মানুষ দালালদের খপ্পরে পড়েন, সেবা পেতে বিড়ম্বনা হলে সরাসরি সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করতে হবে। ভূমি হচ্ছে সন্তানের মতো, সন্তানদের যেমন লালন পালন করা হয় তেমনি জমিকেও সেভাবে যত্ন করতে হবে। ঠিকমতো চাষাবাদ, ভূমি উন্নয়ন কর দেওয়া হলে ওই জমি নিয়ে কখনও ঝামেলায় পড়তে হয় না।
উল্লেখ্য, মেলায় ভূমি পোর্টালে (land.gov.bd) ভূমি তথ্য বাতায়ন, রেজিস্ট্রেশন, ই-নামজারির আবেদন প্রক্রিয়াকরণ, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান এবং এ সব ফি সম্পূর্ণভাবে অনলাইনে গ্রহণ করা সংক্রান্ত ধারণা দেওয়ার পাশাপাশি ডাকযোগে ভূমি সেবা-মৌজাম্যাপ প্রাপ্তি, অনলাইনে ডিসিআর ও খতিয়ান প্রাপ্তি এবং ভূমি সেবা সম্পর্কে অভিযোগ জানাতে বা ভূমি সেবা সংক্রান্ত যেকোনো বিষয়ে জানতে হট লাইন সেবা (১৬১২২) এর উপযোগিতা সম্পর্কে জনসাধারণকে সচেতন করা হয়।