বাংলাদেশ ইসলামী আন্দোলন রাঙ্গুনিয়া উপজেলা শাখার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল লিচুবাগান চত্বরে শুক্রবার (১৪ মার্চ) সন্ধায় অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি মাওলানা খালেদ সুলতানী।
ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গুনিয়া উপজেলা শাখার সভাপতি এডভোকেট আব্দুল্লাহ আল হারুনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা মঈন উদ্দিন ও সহ-সাধারণ সম্পাদক আব্দুশ শাকুর হাম্মাদের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মুফতি মো: জানে আলম,মাওলানা আবুল ফয়েজ আনছারী,ইসলামী ছাত্র আন্দোলন চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি শহিদুল ইসলাম আরিফ,মাওলানা মুসলিম, মাওলানা হাবিব উল্লাহ ও মাওলানা আবু তাহের প্রমুখ।
এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গুনিয়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা দিদার এলাহি, সরফ ভাটা ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আজগর, দপ্তর সম্পাদক মাওলানা এমদাদুল ইসলাম,বাহাদুর, আয়োব,এমদাদ, ছাত্র নেতা আব্দুল্লাহ, ওবায়দুল্লাহসহ দেশ বরেণ্য ওলামায়ে কেরাম, শিক্ষাবিদ, ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং জন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এসময় ইসলামী ছাত্র আন্দোলন রাঙ্গুনিয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।