চট্টগ্রাম রাঙ্গুনিয়া বিশিষ্ট আলেম ও ওয়ায়েজিন হযরত হাফেজ মাওলানা রুহুল আমিন আলকাদেরী পোমরা শান্তিরহাটস্থ নিজ বাসভবনে আজ বুধবার সকাল ৮.৫০ টায় পবিত্র কলেমা শরীফ ও সালাতু সালাম পড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের বড় ছেলে মাওলানা খায়রুল আমিন চিশতি জানান, মৃত্যুকালে তার বয়স ছিল ৮০ বছর। তিনি স্ত্রী, ৫ ছেলে, ৪ মেয়ে ও অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
জীবদ্দশায় তিনি পোমরা জামেউল মাদরাসায় শিক্ষকতা, কর্ণফুলি জুট মিলস মসজিদের খতিব, বিশিষ্ট প্রবীন ওয়ায়েজিন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের প্রেসিডিয়াম সদস্য ও রাঙ্গুনিয়া আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি ছিলেন। তিনি গাউসিয়া কমিটি বাংলাদেশ,জামেয়া, আনজুমান ও তরিকতের অনেক খিদমত করেন।
মরহুমের নামাযে জানাজা পোমরা বঙ্গবন্ধু বিদ্যালয় সংলগ্ন মাঠে রাত ১০ ৩০ টায় অনুষ্ঠিত হবে বলে জানান।
মরহুমের মৃত্যুতে আহলে সুন্নাত ওয়াল জামায়াত, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, গাউসিয়া কমিটি বাংলাদেশ, যুবসেনা, ছাত্রসেনা, রাঙ্গুনিয়া বিএনপি ও অঙ্গসংগঠন, রাঙ্গুনিয়া মুসলিম রিলিজিয়াস টিচার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ শিক্ষক সমিতি,বাংলাদেশ জামায়াত ইসলামী, আনজুমানে ছওয়াদে আজম, বিভিন্ন সুন্নি শিক্ষা প্রতিষ্ঠান ও মানবিক সংগঠন মরহুমের আত্মার মাগফিরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।