একূশের চেতনার পরিপন্থী অনিয়ম,দুর্নীতি মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে সবাইকে একুশের সেই চেতনাকে ধারণ করে দুর্নীতি অনিয়ম রুখে দেয়ার প্রত্যয় নিয়ে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি (MTPS) কেন্দ্রীয় কমিটির মহাসচিব লায়ন, এম.এস.খান।
তিনি বলেন, একুশের চেতনায় প্রিয় স্বদেশ হোক গণতান্ত্রিক, সুশাসিত, দুর্নীতিমুক্ত, মানবাধিকার রক্ষিত, অসাম্প্রদায়িক ও বৈষম্যমুক্ত। জাতি, ধর্ম, বর্ণ,দল-মত নির্বিশেষে চাই সকলের ভাষা ও সংস্কৃতি চর্চার নিরাপত্তা ও ন্যায়বিচার।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি ২০২৫) গনমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে MTPS এর মহাসচিব এ কথা বলেন।
তিনি আরো বলেন, একুশে ফেব্রুয়ারি মহান ভাষা আন্দোলনের চেতনায় উজ্জীবিত হয়ে এদেশের আপামর জনগণ বারবার অন্যায়, অবিচার আর শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। একুশের পথ বেয়েই আমরা অর্জন করেছি স্বাধীনতার গৌবরদীপ্ত লাল সবুজের পতাকা। হার না মানা দৃঢ়তায় অশুভকে রুখে দেওয়ার প্রেরণা আমরা একুশ থেকেই পাই। একুশ যেমন আবেগের, তেমনি সংগ্রাম ও দ্রোহের। যেকোনো অন্যায়, নিপীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষে সমন্বিত প্রতিবাদের প্রেরণা একুশে ফেব্রুয়ারি। তাই একুশ হোক অধিকার আদায়ের, অনিয়ম, দুর্নীতি প্রতিরোধে অনন্য প্রেরণার উৎস।
১৯৫২ সালে মহান আন্তর্জাতিক ভাষা আন্দোলনের শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে তাদের রুহের মাগফিরাত কামনা করেন তিনি।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রতিবেদন; স্বাগত জানালো মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি