মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) সকাল ১১টায় উপজেলার সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মাঈদুল ইসলাম এর সভাপতিত্বে সভায় অন্যান্যের মাঝে উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) লাবনী আক্তার তারানা, কটিয়াদী উপজেলা মডেল থানার ওসি তরিকুল ইসলাম, গণ অধিকার পরিষদের কিশোরগঞ্জ জেলার যুগ্ন আহবায়ক মিজানুর রহমান বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সহ বিভিন্ন রাজনৈতিক নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।