ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় দুই স্কুলছাত্র নিহত

কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক  মহাসড়কের কটিয়াদী উপজেলার মধ্যপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় দুইজন স্কুলছাত্র নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল দশটায় এ দুর্ঘটনা ঘটে। 
নিহত আলী আকবর (১২) মধ্যপাড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। সে মধ্যপাড়া গ্রামের ফারুকের ছেলে এবং জুনায়েদ (৮) একই এলাকার ফেরদৌসের ছেলে। সে মধ্যপাড়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। নিহত দুজন চাচাতো ভাই।
স্থানীয়রা জানায়, বিদ্যালয়ের ক্রীড়া অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য বাড়ি থেকে তারা একটি মোটরসাইকেলে করে স্কুলে যাচ্ছিল। মধ্যপাড়া সড়কে উজানভাটি পরিবহনের একটি বাস তাদেরকে চাপা দিয়ে চলে যায়।  এতে ঘটনাস্থলেই আলী আকবর নিহত ও জুনায়েদ আহত হয়। জুনায়েদকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
ঘটনার পর শিক্ষার্থী ও উত্তেজিত জনতা সড়কে আগুন দিয়ে অবরোধ করে এবং বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ প্রদর্শন করে। ঘটনার পর থেকে প্রায় দুই ঘন্টা সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কটিয়াদী  উপজেলা নিবার্হী অফিসার মাঈদুল ইসলাম জানান, খবর পেয়ে  ইউএনও সহ তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন । স্থানীয়দের সঙ্গে কথা বলে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন কটিয়াদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমুখ।
ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় দুই স্কুলছাত্র নিহত

আপডেট সময় ১১:১৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক  মহাসড়কের কটিয়াদী উপজেলার মধ্যপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় দুইজন স্কুলছাত্র নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল দশটায় এ দুর্ঘটনা ঘটে। 
নিহত আলী আকবর (১২) মধ্যপাড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। সে মধ্যপাড়া গ্রামের ফারুকের ছেলে এবং জুনায়েদ (৮) একই এলাকার ফেরদৌসের ছেলে। সে মধ্যপাড়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। নিহত দুজন চাচাতো ভাই।
স্থানীয়রা জানায়, বিদ্যালয়ের ক্রীড়া অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য বাড়ি থেকে তারা একটি মোটরসাইকেলে করে স্কুলে যাচ্ছিল। মধ্যপাড়া সড়কে উজানভাটি পরিবহনের একটি বাস তাদেরকে চাপা দিয়ে চলে যায়।  এতে ঘটনাস্থলেই আলী আকবর নিহত ও জুনায়েদ আহত হয়। জুনায়েদকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
ঘটনার পর শিক্ষার্থী ও উত্তেজিত জনতা সড়কে আগুন দিয়ে অবরোধ করে এবং বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও বিক্ষোভ প্রদর্শন করে। ঘটনার পর থেকে প্রায় দুই ঘন্টা সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কটিয়াদী  উপজেলা নিবার্হী অফিসার মাঈদুল ইসলাম জানান, খবর পেয়ে  ইউএনও সহ তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন । স্থানীয়দের সঙ্গে কথা বলে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন কটিয়াদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমুখ।