বাংলা ব্লকেড পালন করছেন কোটাবিরোধীরা। ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানারে এই কর্মসূচি পালনে গঠন হয়েছে ৬৫ সদস্যের কমিটি। আজ সোমবার (৮ জুলাই) আন্দোলনকারীরা দুপুর ২টার দিকে এ কমিটি গঠনের কথা গণমাধ্যমকে জানান।
আন্দোলনকারীরা জানান, কোটাবৈষম্যের বিরুদ্ধে ও স্থায়ী সমাধানের দাবিতে আন্দোলন সফলের জন্য সারা দেশের প্রতিনিধিদের নিয়ে ৬৫ সদস্যবিশিষ্ট সমন্বয়ক টিম গঠন করা হলো।’ এদের মধ্যে সমন্বয়ক হিসেবে রয়েছে ২৩ জনের নাম। বাকিরা সহসমন্বয়ক। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রতিনিধিদের নাম রয়েছে এই কমিটিতে।
২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালসহ চার দফা দাবিতে ১ জুলাই থেকে টানা আন্দোলনে আছেন শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা। যদিও গতকাল থেকে তারা এক দফায় নেমে আসেন। শনিবার ঘোষণায় এই আন্দোলনের নাম দেন ‘বাংলা ব্লকেড’। একইসঙ্গে ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচিও পালন করছেন তারা।
গতকাল রোববার স্থবির হয়ে পড়ে রাজধানী ঢাকা। এ ছাড়া দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং গুরুত্বপূর্ণ এলাকায় সড়ক-মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজও শিক্ষার্থীদের এ কর্মসূচি চলবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।
আরো পড়ুন : শাহবাগ থেকে ফার্মগেট অভিমুখে বাংলা ব্লকেড, সড়কে যানজট