আল মোহাম্মদ মোস্তফা, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ সদর উপজেলাকে রোল মডেল হিসেবে গড়ে তুলতে ৮ দফা ইশতেহার ঘোষণা করেছেন কাপ পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মামুন আল মাসুদ খান।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকালে শহরের গাইটাল এলাকায় তার নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইশতেহার ঘোষণা করেন তিনি।
ইশতেহারে তিনি শিক্ষাব্যবস্থা ও কৃষিকে প্রাধান্য দিয়ে উল্লেখ করেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার উপযোগী প্রজন্ম তৈরির কারখানা হিসেবে স্কুল-মাদ্রাসা ও কলেজগুলোকে গড়ে তোলা এবং কৃষি ব্যবস্থাকে যান্ত্রিকীকরণ, প্রতিটি ইউনিয়নে কোল্ডস্টোরেজ তৈরি ও অনলাইন মার্কেটিং ব্যবস্থা গ্রহণ করা হবে।
উন্নত স্বাস্থ্য ব্যবস্থার জন্য কেমিক্যাল ও ভেজালমুক্ত খাদ্যের ব্যাপারে জনসচেতনতা সৃষ্টির কর্মসূচি গ্রহণ, ফ্রি মেডিকেল ক্যাম্প, হেল্প লাইন ও এ্যাম্বুলেন্স সার্ভিসের জন্য হটলাইন চালু ও কমিউনিটি ক্লিনিকগুলোকে আরো সক্রিয় করার উদ্যোগ নেওয়ার ঘোষণা দেন তিনি।
বেকারত্ব দূর করার লক্ষ্যে আত্মকর্মসংস্থান সৃষ্টির উপযোগী প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ, গ্রামীণ অবকাঠানো ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠনে উদ্যোগ গ্রহণ এবং সামাজিক নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে ইশতেহারে উল্লেখ করেন তিনি।
সংবাদ সম্মেলনে নির্বাচন পরিচালনা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সদস্য অধ্যক্ষ শরীফ আহমেদ সাদী, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান, জেলা যুবলীগের সদস্য এডভোকেট সানোয়ার হোসেন রুবেল প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়।
আরো পড়ুন : সুখী গ্রাম মাথিয়া