ঢাকা ০১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

থমথমে গোপালগঞ্জে কারফিউ চলছে, আটক ১৪

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পদযাত্রা ও সভাকে কেন্দ্র করে দফায় দফায় হামলা ও সংঘর্ষের ঘটনায় কারফিউ জারি করা হয়েছে। এই কারফিউ বুধবার (১৬ জুলাই) রাত ৮টা থেকে আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত বলবৎ থাকবে।

সংঘর্ষের পর গত রাতে গোপালগঞ্জ শহরে এক ভূতুড়ে পরিবেশ বিরাজ করে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হয়নি, ব্যবসা প্রতিষ্ঠানগুলো ছিল বন্ধ। সীমিত আকারে রিকশা চলাচল করলেও অন্যান্য যানবাহন চলাচল করেনি। রাতে শহরে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যদের তেমন দেখা যায়নি।

তবে, যৌথ বাহিনী রাতে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করেছে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃতদের গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

তবে এখন পর্যন্ত মঞ্চ ভাঙচুর, পুলিশের গাড়ি পোড়ানো এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িতে হামলা ও ভাঙচুরসহ বিভিন্ন ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি।

বৃহস্পতিবার ভোরে শহরে কোনো চাঞ্চল্য দেখা যায়নি ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের উপস্থিতি তেমন চোখে পড়েনি। কারফিউ চলছে ঢিলেঢালাভাবে।

এদিকে, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গ্রেপ্তার আতঙ্কে গা ঢাকা দিয়েছে।

গোপালগঞ্জে সংঘর্ষে ৪ জন নিহত, রাত ৮টা থেকে কারফিউ

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

থমথমে গোপালগঞ্জে কারফিউ চলছে, আটক ১৪

আপডেট সময় ১১:২৬:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পদযাত্রা ও সভাকে কেন্দ্র করে দফায় দফায় হামলা ও সংঘর্ষের ঘটনায় কারফিউ জারি করা হয়েছে। এই কারফিউ বুধবার (১৬ জুলাই) রাত ৮টা থেকে আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত বলবৎ থাকবে।

সংঘর্ষের পর গত রাতে গোপালগঞ্জ শহরে এক ভূতুড়ে পরিবেশ বিরাজ করে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হয়নি, ব্যবসা প্রতিষ্ঠানগুলো ছিল বন্ধ। সীমিত আকারে রিকশা চলাচল করলেও অন্যান্য যানবাহন চলাচল করেনি। রাতে শহরে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যদের তেমন দেখা যায়নি।

তবে, যৌথ বাহিনী রাতে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করেছে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃতদের গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

তবে এখন পর্যন্ত মঞ্চ ভাঙচুর, পুলিশের গাড়ি পোড়ানো এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িতে হামলা ও ভাঙচুরসহ বিভিন্ন ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি।

বৃহস্পতিবার ভোরে শহরে কোনো চাঞ্চল্য দেখা যায়নি ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের উপস্থিতি তেমন চোখে পড়েনি। কারফিউ চলছে ঢিলেঢালাভাবে।

এদিকে, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গ্রেপ্তার আতঙ্কে গা ঢাকা দিয়েছে।

গোপালগঞ্জে সংঘর্ষে ৪ জন নিহত, রাত ৮টা থেকে কারফিউ