পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় রাকিব (২৪) নামে এক ব্যবসায়ী শ্বশুরবাড়ি থেকে থেকে অভিমানী স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে আনতে না পেরে মনের কষ্টে ও দুঃখে অভিমান করে চালের পোকা নিধনের ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছেন। সোমবার (২১ জুলাই) রাত ১০টায় উপজেলার পশ্চিম মিঠাখালী গ্রামে এ ঘটনা ঘটে।
ব্যবসায়ী রাকিব পশ্চিম মিঠাখালী গ্রামের চাঁন বাদশার ছেলে এবং পৌর সভার হরিসভা মন্দির এর সন্মূখ সড়কের পাশে কসমেটিক এর ব্যবসা করতেন।
পারিবারিক সূত্রে জানা গেছে,সম্প্রতি শাশুড়ীর সাথে বউয়ের বাক-বিতন্ডার এক পর্যায়ে হাতাহাতিতে রুপ নেয়।এ ঘটনায় স্ত্রী অভিমান করে পিএালয় চলে যায়। পিত্রালয় থেকে অভিমানী স্ত্রীকে শতচেষ্টা করেও বাড়ীতে ফিরিয়ে আনতে না পেরে অবশেষে নীজেই অভিমান করে সোমবার বাজার থেকে চালের পোকা নিধনের ট্যাবলেট কিনে পরিবারের অগোচরে রাতে সেবন করেন। এ সময় স্বজনরা তাকে প্রথমে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সংকটাপন্ন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক রাকিবকে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বরিশাল নেওয়ার পথে ভান্ডারিয়ায় তার মৃত্যু হয়।
মঠবাড়িয়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আঃ হালিম তালুকদার জানান, রাকিব এর মরদেহ উদ্ধার করে জেলা মর্গে ময়না তদন্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে । এ বিষয় মঠবাড়িয়া থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।