রফিকুল ইসলাম সুজন, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
৩০ মে বৃহস্পতিবার রাণীশংকৈল উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থেকে চেক বিতরণ করেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজন।
এছাড়াও সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রানীশংকৈল উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, শিক্ষা কর্মকর্তা তোবারক হুসেন, সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম, উপজেলা প্রকৌশলী আনিসুর রহমান, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, জাতীয় পাটির যুগ্ন সম্পাদক আবু তাহের সহ বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, সুধীজনেরা।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম জানান, সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় ২০ জন রোগীকে মোট ১০ লক্ষ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।
আরো পড়ুন : রানীশংকৈলে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালন