ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় পাট দিবস উদযাপন উপলক্ষ্যে সিরাজগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে জাতীয় পাট দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও পাট অধিদপ্তর সিরাজগঞ্জের আয়োজনে, বৃহস্পতিবার (৬ মার্চ-২৫ খ্রি.) দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ.কে.শামসুদ্দিন সম্মেলন কক্ষে উক্ত আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম তিনি তার বক্তব্যে বলেন, আমাদের পাট এক অন্য রকমের গৌরব সোনালী আঁশ। সেই সোনালী আঁশ এখন যেন মৃতপ্রায়। পাটের হারানো সোনালি ঐতিহ্য ফিরিয়ে আনতে হলে পাট চাষিদের সুযোগ সুবিধা দিয়ে তাদের উৎসাহিত করতে হবে। পাট হলো পরিবেশবান্ধব বহুমুখী পণ্যের উপাদান। বর্তমানে দেশের মাত্র কয়েক জেলায় পাট চাষ করা হয়। পাটের বাজার না থাকায় কৃষকেরা পাট চাষে নিরুৎসাহিত হচ্ছেন। পরিবেশ রক্ষার জন্য পলিথিন ব্যবহার প্রত্যাখ্যান করে পাটের ওপর নির্ভরশীল ও পাটজাত দ্রব্যের তৈরি পণ্য ব্যবহারে জনসচেতনতা সৃষ্টি করতে হবে।

এ অনুষ্ঠানের সভায় সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায় তিনি তার বক্তব্য বলেন,বিশ্বখ্যাত সোনালি আঁশ পাট ও পাটজাত দ্রব্যই ছিল আমাদের দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান উৎস। বর্তমানে দেশে পাটের চাষ কম হচ্ছে। পাট চাষ করতে পাট চাষীদের সুযোগ সুবিধা সৃষ্টি করতে হবে পাট পণ্যের ব্যবহার করতে সবাইকে উৎসাহিত করতে হবে।

এ সময় পাট দিবস অনুষ্ঠানের দায়িত্ব ছিলেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ নাজমুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন,পাট অধিদপ্তর সিরাজগঞ্জের মুখ্য পাট কর্মকর্তা তারানা আফরোজ তিনি বলেন, বিদেশে ও পাটজাত দ্রব্যের কদর বেড়েছে। সোনালি আঁশ পাটের সঙ্গে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য গভীরভাবে জড়িয়ে আছে। শুধু তাই নয়,বাঙালির অর্থনৈতিক মুক্তির হাতিয়ার হিসেবে পাটের ভূমিকা একটি স্বীকৃত ইতিহাস। পরিবেশবান্ধব তন্তু হিসেবে পাটের গুরুত্ব বিবেচনায় পাট চাষে কৃষকদের আগ্রহ সৃষ্টি,দেশীয় ও আন্তর্জাতিক বাজারে পাট ও পাটপণ্যের ব্যবহার বৃদ্ধি করতে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। অনুষ্ঠানটি পরিচালনা করেন এবং সার্বিক দায়িত্বে ছিলেন,পাট অধিদপ্তর সিরাজগঞ্জের উপসহকারী পাট কর্মকর্তা মোঃ মাইদুল ইসলাম লুলু।

এ সময়ে অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা খাদ্য নিয়ন্ত্রক হারুন অর রশিদ,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের কৃষি প্রকৌশলী ফাতেমা আক্তার,পাট উন্নয়ন সহকারী লুৎফর রহমান,সদর উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক,মাসুদুর রহমান,উল্লাপাড়া উপজেলার পাট পরিদর্শক রফিকুল ইসলাম,মিল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব ইয়াকুব আলী,এপ্রেক্স জুট মিলের ম্যানেজার মোঃ সুমন আলী,চট ব্যবসায়ী শাহিন প্রমুখ। এ সময়ে পাট ব্যবসায়ী,দপাটচাষী এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

জাতীয় পাট দিবস উদযাপন উপলক্ষ্যে সিরাজগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৫:৫৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫

সিরাজগঞ্জে জাতীয় পাট দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও পাট অধিদপ্তর সিরাজগঞ্জের আয়োজনে, বৃহস্পতিবার (৬ মার্চ-২৫ খ্রি.) দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ.কে.শামসুদ্দিন সম্মেলন কক্ষে উক্ত আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম তিনি তার বক্তব্যে বলেন, আমাদের পাট এক অন্য রকমের গৌরব সোনালী আঁশ। সেই সোনালী আঁশ এখন যেন মৃতপ্রায়। পাটের হারানো সোনালি ঐতিহ্য ফিরিয়ে আনতে হলে পাট চাষিদের সুযোগ সুবিধা দিয়ে তাদের উৎসাহিত করতে হবে। পাট হলো পরিবেশবান্ধব বহুমুখী পণ্যের উপাদান। বর্তমানে দেশের মাত্র কয়েক জেলায় পাট চাষ করা হয়। পাটের বাজার না থাকায় কৃষকেরা পাট চাষে নিরুৎসাহিত হচ্ছেন। পরিবেশ রক্ষার জন্য পলিথিন ব্যবহার প্রত্যাখ্যান করে পাটের ওপর নির্ভরশীল ও পাটজাত দ্রব্যের তৈরি পণ্য ব্যবহারে জনসচেতনতা সৃষ্টি করতে হবে।

এ অনুষ্ঠানের সভায় সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায় তিনি তার বক্তব্য বলেন,বিশ্বখ্যাত সোনালি আঁশ পাট ও পাটজাত দ্রব্যই ছিল আমাদের দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান উৎস। বর্তমানে দেশে পাটের চাষ কম হচ্ছে। পাট চাষ করতে পাট চাষীদের সুযোগ সুবিধা সৃষ্টি করতে হবে পাট পণ্যের ব্যবহার করতে সবাইকে উৎসাহিত করতে হবে।

এ সময় পাট দিবস অনুষ্ঠানের দায়িত্ব ছিলেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ নাজমুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন,পাট অধিদপ্তর সিরাজগঞ্জের মুখ্য পাট কর্মকর্তা তারানা আফরোজ তিনি বলেন, বিদেশে ও পাটজাত দ্রব্যের কদর বেড়েছে। সোনালি আঁশ পাটের সঙ্গে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য গভীরভাবে জড়িয়ে আছে। শুধু তাই নয়,বাঙালির অর্থনৈতিক মুক্তির হাতিয়ার হিসেবে পাটের ভূমিকা একটি স্বীকৃত ইতিহাস। পরিবেশবান্ধব তন্তু হিসেবে পাটের গুরুত্ব বিবেচনায় পাট চাষে কৃষকদের আগ্রহ সৃষ্টি,দেশীয় ও আন্তর্জাতিক বাজারে পাট ও পাটপণ্যের ব্যবহার বৃদ্ধি করতে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। অনুষ্ঠানটি পরিচালনা করেন এবং সার্বিক দায়িত্বে ছিলেন,পাট অধিদপ্তর সিরাজগঞ্জের উপসহকারী পাট কর্মকর্তা মোঃ মাইদুল ইসলাম লুলু।

এ সময়ে অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা খাদ্য নিয়ন্ত্রক হারুন অর রশিদ,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের কৃষি প্রকৌশলী ফাতেমা আক্তার,পাট উন্নয়ন সহকারী লুৎফর রহমান,সদর উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক,মাসুদুর রহমান,উল্লাপাড়া উপজেলার পাট পরিদর্শক রফিকুল ইসলাম,মিল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব ইয়াকুব আলী,এপ্রেক্স জুট মিলের ম্যানেজার মোঃ সুমন আলী,চট ব্যবসায়ী শাহিন প্রমুখ। এ সময়ে পাট ব্যবসায়ী,দপাটচাষী এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন।