রেজাউল করিম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের বিভিন্ন হাট বাজারে বিক্রি করা হচ্ছে মৌসুমী ফল আম ও লিচু। তবে দাম অনেকটাই বেশি। ব্যবসায়ীরা বলছেন, এবছর তীব্র খরার কারণে আম ও লিচুর তেমন ফলন ভালো হয়নি। তাই দাম একটু বেশি। তবে ভালো ফলন হলে দাম অনেকটাই নাগালের মধ্যেই থাকতো।
উপজেলার হাটপাঙ্গাসী বাজারে আম ও লিচু ক্রয় করতে আসা উপজেলার বর্মগাছা ইউনিয়নের হাফেজ মোঃ নুরুল ইসলাম বলেন, কিছু আম মিষ্টি লাগলেও অধিকাংশ আম চুকা এবং প্রচুর কষ রয়েছে। তবে এবার আমে পোকা খুবই কম।
বাজার থেকে কেউ মৌসুমী ফল আম ও লিচু ক্রয় করতে চাইলে, দোকানদারদের কথা বিশ্বাস না করে যাচাই করে ক্রয় করার কথা বললেন নুরুল ইসলামের মতো উপজেলার বেশ কয়েকজন আম ও লিচু ক্রেতা।
বর্তমানে উপজেলার বিভিন্ন হাট বাজারে আমের পাশাপাশি চড়া দামে বিক্রি করা হচ্ছে বিভিন্ন জাতের লিচু। এসব লিচু ইচ্ছে থাকা সত্ত্বেও ক্রয় করতে পারছেন না নিম্নবিত্ত ও মধ্যবিত্তরা।