জুয়েল রানা, চলনবিল (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের সলঙ্গা থানার এস আই আমির হোসেনের বিতর্কিত কান্ডে সলঙ্গা ও হাটিকুমরুল এলাকায় হত বিহ্বল সাধারণ জনগন। সোমবার হাটিকুমরুল এলাকার সাইফুল ইসলামের মেয়ে জোস্না খাতুন (২৫) প্রেমের টানে বেতুয়া গ্রামের বাতেন দর্জির ছেলে কাফির বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নিলে সলঙ্গা থানার এস আই আমির হোসেন ও হাটিকুমরুল এলাকার হাসানপুর আলতাফ মন্ডলের মেয়ে লিপি জোরপূর্বক ভাবে সিএনজিতে তুলে ভুক্তভোগীর বাড়ির সামনে নামিয়ে দিতে গেলে স্থানীয়দের তোপের মুখে পরেন এস আই আমির হোসেন।
ভুক্তভোগী ঐ নারী জানান, তার সাথে বাতেন দর্জির ছেলে কাফির সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক রয়েছে তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্কও হয়েছে । কাফি বিয়ের আশ্বাস দিয়ে আমার স্বামীকে ডিভোর্স করিয়ে প্রেমের সম্পর্ক অস্বীকার করায় আমি বিয়ের দাবিতে কাফির বাড়িতে অবস্থান নিলে বাতেন ও তার পরিবারের লোকজন মারধর করে হাতপা বেধে রাখে।
পরে এস আই আমির হোসেন ছেলের বাবা বাতেন দর্জির সাথে আতাত করে টাকা নিয়ে আমাকে জোরপূর্বক হাত পা বেধে সিনএনজি যোগে হাটিকুমরুল এলাকায় আমার বাড়ির সামনে নিয়ে আসে এসময় আমার চিৎকার চেচামেচিতে লোকজন এগিয়ে এসে আমাকে উদ্ধার করে।
স্থানীয়রা জানান, রাত অনুমানিক নয়টার দিকে হাটিকুমরুল বাজারে একটি সিএনজি আসে সাথে পুলিশের এস আই আমির হোসেন পিছনে পিছনে মোটরসাইকেল করে এগিয়ে নিয়ে আসে। এসময় সিএনজি থেকে ধাক্কা দিয়ে মেয়েটিকে ফেলে দিলে সাবাই দৌড়ে গিয়ে সিএনজিসহ এস আই আমিরসহ হাসানপুর এলাকার আলতাফ মন্ডলের মেয়কে অবরুদ্ধ করে। এসময় অবরুদ্ধ জনগন আমির হোসেনের উপর চরাও হলে সলঙ্গা থানার এস আই মশিউর রহমান এসে বিচারের আশ্বাস দিয়ে আমির হোসেনকে উদ্ধার করে নিয়ে যায়। ভুক্তভোগী নারীকে থানায় বিচারের আশ্বাস দিলেও থানায় গেলে অভিযোগ না নিয়ে ফেরত দেওয়া হয়েছে।
সলঙ্গা থানার এস আই আমির হোসেন জানান, আমার বিরুদ্ধে এসকল অভিযোগ সাজানো, রাতের বেলা নদীর পারে দুই তরুনীকে দেখে পুলিশে খবর দেয় জনগণ। আমি উদ্ধার করে বাড়িতে পৌছে দিতে যাই। তরুনী ক্ষিপ্ত হয়ে মিথ্যা অভিযোগ করছে।
এ বিষয়ে, সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনামুল হক বলেন, বিষয়টি আমার জানা নেই, তবে একটা ভিডিও দেখে সব ঠিক হবে এটা ধারনা করা ঠিক হবে বলে ফোনের লাইন কেটে দেন।
রায়গঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল অফিসার বিনয় কুমার জানান, বিষয়টি আমার জানা নেই, বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।