অনলাইন ডেস্ক:
নরসিংদীতে ৪০ কেজি গাঁজাসহ দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার এস এ এম ফজল-ই-খুদা।
আটক আসামিরা হলেন—গাজীপুরের টঙ্গী থানার এরশাদনগর গ্রামের মো. রাজু মিয়া এবং একই জেলার কাপাসিয়া থানার মিয়ারটেক গ্রামের ইতি বেগম।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার ফজল-ই-খুদা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সকালে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা খোকন চন্দ্র সরকারের তত্ত্বাবধানে এসআই নঈমুল ইসলাম মোস্তাকের নেতৃত্বে একটি দল ভেলানগর থেকে ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। সেখান থেকে দুজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।’
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, ‘আটক আসামিদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন।’