ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ক্রেতা হিসেবে আমি নিজেও চাপে আছি: খাদ্য উপদেষ্টা শিল্পপতি প্রেমিককে ৭ টুকরা করেন কথিত প্রেমিকা রুমা কটিয়াদীতে সেনাবাহিনীর হাতে মাদক সম্রাট আনুসহ আটক ৩ রাজনৈতিক বলয় থেকে কবে মুক্তি পাবে দুদক? মন্ত্রীর একক সিদ্ধান্ত,কুইক রেন্টালে দায়মুক্তির বিধান অবৈধ: হাইকোর্ট গ্র্যান্ডমাস্টার জিয়ার পরিবারের পাশে তামিম ইকবাল হাজী সেলিম পুত্রের ১০ দিনের রিমান্ড চায় পুলিশ সংস্কারের গতির ওপর বাংলাদেশের জাতীয় নির্বাচন নির্ভর করছে: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের চায়ের আমন্ত্রণে বিএনপি নেতারা প্রত্যাবর্তনের গল্প লেখা হলো না বাংলাদেশের

কিশোরগঞ্জে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাতা বাষির্কী পালন

আজ গঅধিকার পরিষদ (জিওপি) আত্মপ্রকাশের তিন বছর পূর্ণ হচ্ছে। গত বছর ২৬ অক্টোবর দলটির রাজধানীর পল্টনের প্রিতম-জামান টাওয়ারস্থ দলীয় কার্যালয় থেকে আত্মপ্রকাশ হয়।

আত্মপ্রকাশের সময় ‘জনতার অধিকার, আমাদের অঙ্গীকার’ -এ স্লোগানকে ধারণ করে গণমানুষের জন্য রাজনীতি করার ঘোষণা দিয়েছিলো গণঅধিকার পরিষদ। গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার, জাতীয়স্বার্থ – দলের এ চার মূলনীতির সঙ্গে ঘোষণা করা হয় ২১ দফা কর্মসূচি।

দলটির ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এ উপলক্ষে আজ কিশোরগঞ্জে দলীয় কার্যালয়ে কেক কেটে দলের নেতারা, রাজনৈতিক দলের প্রতিনিধি হিসাবে, গণমাধ্যমে দলের নেতৃবৃন্দ শুভেচ্ছা বিনিময় করবেন। এছাড়া দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় আনন্দ র‌্যালি শোভাযাত্রার আয়োজন করে।

গণঅধিকার পরিষদের কিশোরগঞ্জ জেলা আহ্বায়ক লায়ন মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, এই দলের তরুণ নেতারা আন্দোলনের মধ্যে দিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়,কলেজ থেকে উঠে এসেছে। যারা মেধাবী ও সৎ। নবীন-প্রবীণের সমন্বয়ে গঠিত এই দলের মতো সম্ভবনাময়ী দল বাংলাদেশে নাই। এই দলই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিবে বলে আমি বিশ্বাস করি।

দলটির কিশোরগঞ্জ জেলার সদস্য সচিব ও আকন্দ মোহাম্মদ উজ্জল বলেন, তিন বছরের মধ্যেই আমরা ইউনিয়ন পর্যায় পর্যন্ত সংগঠনকে পৌঁছে দিতে পেরেছি। এটি আমাদের বড় একটি সফলতা। বিদ্যমান দুঃশাসন ও দুর্বৃত্তায়নের রাজনীতির বিপরীতে গণঅধিকার পরিষদ একটি সহনশীল গণতন্ত্র ও সামাজিক সম্প্রীতির ইতিবাচক রাজনীতি প্রতিষ্ঠার চেষ্টা করছে। যা মানুষের কাছেও গ্রহণযোগ্য হচ্ছে। দেশের বর্তমান রাজনৈতিক সংকটে গণঅধিকার পরিষদই হতে পারে জাতির মুক্তির দূত।

প্রতিষ্ঠার পর থেকে তিন বছরের মধ্যেই নানা কর্মসূচি ও সাংগঠনিক তৎপরতার মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে আলোচিত ও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে নবীন এ দলটি। তখনই বিভিন্ন মহলে এই আলোচনা শুরু হয়েছিল যে, এ দলটি অভিজ্ঞতা ও তারণ্যের সমন্বয় ঘটাতে যাচ্ছে।
তিন বছরের মধ্যেই সারা দেশে সংগঠনটিতে অন্যান্য দলের রাজনীতিক থেকে শুরু করে,বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, জনপ্রতিনিধি, সাবেক সেনা কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সমন্বয় ঘটাতে সক্ষম হয়েছে। গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম জানান, তিন বছরের মধ্যেই দলের সংগঠনিক কাঠামোতেও দৃশ্যমাণ অগ্রগতি সাধন করে দলটিকে তৃণমূলে পৌঁছে দিতে পেরেছে গণঅধিকার পরিষদ। এরই মধ্যে সুলিখিত গঠনতন্ত্র প্রণয়নের মাধ্যমে প্রতিষ্ঠানিক ব্যবস্থাকে সুসংহত করা হয়েছে ও নিবন্ধন পেয়েছে। সেই সঙ্গে সারা দেশে জেলা কমিটি ও উপজেলা কমিটি ইউনিয়ন কমিটি ঘোষণা করে সারাদেশে সংগঠন বিস্তৃত করেছে।

এমন সময় আরো বক্তব্য দেন কিশোরগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অভি চৌধুরী, জেলার সিনিয়র যুগ্ম সদস্য সচিব মিজানুর রহমান, কিশোরগঞ্জ সদর উপজেলার আহ্বায়ক মোমেন উদ্দিন জনি, কিশোরগঞ্জ সদর উপজেলার সদস্য সচিব কবি আল মোহাম্মদ মোস্তফা সহ ছাত্র, যুব,শ্রমিক অধিকার পরিষদের নেতৃত্বেবৃন্দ বক্তব্য দেন।

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

কিশোরগঞ্জে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাতা বাষির্কী পালন

আপডেট সময় ০৭:১৬:৩২ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪

আজ গঅধিকার পরিষদ (জিওপি) আত্মপ্রকাশের তিন বছর পূর্ণ হচ্ছে। গত বছর ২৬ অক্টোবর দলটির রাজধানীর পল্টনের প্রিতম-জামান টাওয়ারস্থ দলীয় কার্যালয় থেকে আত্মপ্রকাশ হয়।

আত্মপ্রকাশের সময় ‘জনতার অধিকার, আমাদের অঙ্গীকার’ -এ স্লোগানকে ধারণ করে গণমানুষের জন্য রাজনীতি করার ঘোষণা দিয়েছিলো গণঅধিকার পরিষদ। গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার, জাতীয়স্বার্থ – দলের এ চার মূলনীতির সঙ্গে ঘোষণা করা হয় ২১ দফা কর্মসূচি।

দলটির ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এ উপলক্ষে আজ কিশোরগঞ্জে দলীয় কার্যালয়ে কেক কেটে দলের নেতারা, রাজনৈতিক দলের প্রতিনিধি হিসাবে, গণমাধ্যমে দলের নেতৃবৃন্দ শুভেচ্ছা বিনিময় করবেন। এছাড়া দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় আনন্দ র‌্যালি শোভাযাত্রার আয়োজন করে।

গণঅধিকার পরিষদের কিশোরগঞ্জ জেলা আহ্বায়ক লায়ন মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, এই দলের তরুণ নেতারা আন্দোলনের মধ্যে দিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়,কলেজ থেকে উঠে এসেছে। যারা মেধাবী ও সৎ। নবীন-প্রবীণের সমন্বয়ে গঠিত এই দলের মতো সম্ভবনাময়ী দল বাংলাদেশে নাই। এই দলই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিবে বলে আমি বিশ্বাস করি।

দলটির কিশোরগঞ্জ জেলার সদস্য সচিব ও আকন্দ মোহাম্মদ উজ্জল বলেন, তিন বছরের মধ্যেই আমরা ইউনিয়ন পর্যায় পর্যন্ত সংগঠনকে পৌঁছে দিতে পেরেছি। এটি আমাদের বড় একটি সফলতা। বিদ্যমান দুঃশাসন ও দুর্বৃত্তায়নের রাজনীতির বিপরীতে গণঅধিকার পরিষদ একটি সহনশীল গণতন্ত্র ও সামাজিক সম্প্রীতির ইতিবাচক রাজনীতি প্রতিষ্ঠার চেষ্টা করছে। যা মানুষের কাছেও গ্রহণযোগ্য হচ্ছে। দেশের বর্তমান রাজনৈতিক সংকটে গণঅধিকার পরিষদই হতে পারে জাতির মুক্তির দূত।

প্রতিষ্ঠার পর থেকে তিন বছরের মধ্যেই নানা কর্মসূচি ও সাংগঠনিক তৎপরতার মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে আলোচিত ও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে নবীন এ দলটি। তখনই বিভিন্ন মহলে এই আলোচনা শুরু হয়েছিল যে, এ দলটি অভিজ্ঞতা ও তারণ্যের সমন্বয় ঘটাতে যাচ্ছে।
তিন বছরের মধ্যেই সারা দেশে সংগঠনটিতে অন্যান্য দলের রাজনীতিক থেকে শুরু করে,বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, জনপ্রতিনিধি, সাবেক সেনা কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সমন্বয় ঘটাতে সক্ষম হয়েছে। গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম জানান, তিন বছরের মধ্যেই দলের সংগঠনিক কাঠামোতেও দৃশ্যমাণ অগ্রগতি সাধন করে দলটিকে তৃণমূলে পৌঁছে দিতে পেরেছে গণঅধিকার পরিষদ। এরই মধ্যে সুলিখিত গঠনতন্ত্র প্রণয়নের মাধ্যমে প্রতিষ্ঠানিক ব্যবস্থাকে সুসংহত করা হয়েছে ও নিবন্ধন পেয়েছে। সেই সঙ্গে সারা দেশে জেলা কমিটি ও উপজেলা কমিটি ইউনিয়ন কমিটি ঘোষণা করে সারাদেশে সংগঠন বিস্তৃত করেছে।

এমন সময় আরো বক্তব্য দেন কিশোরগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অভি চৌধুরী, জেলার সিনিয়র যুগ্ম সদস্য সচিব মিজানুর রহমান, কিশোরগঞ্জ সদর উপজেলার আহ্বায়ক মোমেন উদ্দিন জনি, কিশোরগঞ্জ সদর উপজেলার সদস্য সচিব কবি আল মোহাম্মদ মোস্তফা সহ ছাত্র, যুব,শ্রমিক অধিকার পরিষদের নেতৃত্বেবৃন্দ বক্তব্য দেন।