নিজস্ব প্রতিবেদক:
সুনামগঞ্জে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ এর পক্ষ থেকে হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
আজ রবিবার (২৪ মার্চ) এ ইফতার বিতরণ কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি মোমতাজুল হাসান আবেদ, সুনামগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের সিনিয়র সহ সভাপতি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আব্দুস সামাদ, সুনামগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বারিক সিদ্দিক, যুব অধিকার পরিষদের সভাপতি মোজাহিদ হাসান খোকন, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির মানব পাচার প্রতিরোধ ও পৃর্ণবাসন সম্পাদক মো: শাহাব উদ্দীন শিহাব প্রমুখ।