ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ক্রেতা হিসেবে আমি নিজেও চাপে আছি: খাদ্য উপদেষ্টা শিল্পপতি প্রেমিককে ৭ টুকরা করেন কথিত প্রেমিকা রুমা কটিয়াদীতে সেনাবাহিনীর হাতে মাদক সম্রাট আনুসহ আটক ৩ রাজনৈতিক বলয় থেকে কবে মুক্তি পাবে দুদক? মন্ত্রীর একক সিদ্ধান্ত,কুইক রেন্টালে দায়মুক্তির বিধান অবৈধ: হাইকোর্ট গ্র্যান্ডমাস্টার জিয়ার পরিবারের পাশে তামিম ইকবাল হাজী সেলিম পুত্রের ১০ দিনের রিমান্ড চায় পুলিশ সংস্কারের গতির ওপর বাংলাদেশের জাতীয় নির্বাচন নির্ভর করছে: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের চায়ের আমন্ত্রণে বিএনপি নেতারা প্রত্যাবর্তনের গল্প লেখা হলো না বাংলাদেশের

ভৈরবে অনিক হোটেলের খাবারে বিষ

কিশোরগঞ্জের ভৈরবে পারিবারিক কলহের জেরে হোটেলের খাবারে ইঁদুরের বিষ মেশানোর অভিযোগ পাওয়া গেছে। হোটেলের কর্মচারীদের মার ধর  করে নগদ টাকা লুটপাটের অভিযোগ রয়েছে।

৯ নভেম্বর শনিবার বিকেলে ঘটনাটি ঘটে ভৈরব পৌর শহরের ঢাকা-সিলেট বাসস্ট্যান্ড এলাকার নাভানা সিএনজি পাম্প সংলগ্ন অনিক হোটেলে। এ বিষয়ে ভৈরব থানায় অর্ভিযোগ দায়ের করেন হোটেল মালিক মো. কামাল মিয়া।

অভিযোগ সূত্রে জানা যায়, কমলপুর মোল্লা বাড়ি এলাকার তাপস মিয়ার মেয়ে তানহা বেগম এর ২ বছর আগে মুঠোফোনের মাধ্যমে বিয়ে হয় অভিযোগকারী কামাল মিয়ার ছেলে ইটালী প্রবাসী দিনার মিয়ার সাথে। বিয়ের পর শিমুলকান্দি এলাকার এক ছেলের সাথে তানহার অনৈতিক সম্পর্ক গড়ে উঠলে বিষয়টি নিয়ে তাদের দুই পরিবারের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। খবর পেয়ে প্রবাসী দিনার মিয়া দেশে এসে আনুষ্ঠানিকভাবে বিয়ে করে তানহাকে তার বাড়িতে নিয়ে যায়।  বিয়ের পর কক্সবাজার হানিমুনে  যায় দিনার মিয়া, তানহা। সেখানে গিয়েও তানহা তার প্রেমিকের সাথে অনৈতিক সম্পর্ক জরায়। দিনার মিয়ার কাছে ধরা পড়ায়  শাসনের করে। এরপর থেকেই দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়।  পারিবারিক দ্বন্দ্ব বাড়তে থাকলে গত তিন মাস আগে তানহা বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেয়। এ তালাক বিচ্ছেদের বিষয়টি সহ্য করতে না পেরে তানহাকে গত ৩১ অক্টোবর মারধর করে দিনার মিয়া।

এদিকে ৯ নভেম্বর তানহার পরিবারের লোকজন কামাল মিয়ার হোটেলে লোকবল নিয়ে আক্রমন করে। এ সময় তারা হোটেলে থাকা সবধরণের খাবারে  বিষ ঢেলে দেয় ও হোটেলের কর্মচারীদের বেড় করে ক্যাশে থাকা টাকা পয়সা লুট করে নিয়ে যায়।

 

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ভৈরবে অনিক হোটেলের খাবারে বিষ

আপডেট সময় ০৬:০৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

কিশোরগঞ্জের ভৈরবে পারিবারিক কলহের জেরে হোটেলের খাবারে ইঁদুরের বিষ মেশানোর অভিযোগ পাওয়া গেছে। হোটেলের কর্মচারীদের মার ধর  করে নগদ টাকা লুটপাটের অভিযোগ রয়েছে।

৯ নভেম্বর শনিবার বিকেলে ঘটনাটি ঘটে ভৈরব পৌর শহরের ঢাকা-সিলেট বাসস্ট্যান্ড এলাকার নাভানা সিএনজি পাম্প সংলগ্ন অনিক হোটেলে। এ বিষয়ে ভৈরব থানায় অর্ভিযোগ দায়ের করেন হোটেল মালিক মো. কামাল মিয়া।

অভিযোগ সূত্রে জানা যায়, কমলপুর মোল্লা বাড়ি এলাকার তাপস মিয়ার মেয়ে তানহা বেগম এর ২ বছর আগে মুঠোফোনের মাধ্যমে বিয়ে হয় অভিযোগকারী কামাল মিয়ার ছেলে ইটালী প্রবাসী দিনার মিয়ার সাথে। বিয়ের পর শিমুলকান্দি এলাকার এক ছেলের সাথে তানহার অনৈতিক সম্পর্ক গড়ে উঠলে বিষয়টি নিয়ে তাদের দুই পরিবারের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। খবর পেয়ে প্রবাসী দিনার মিয়া দেশে এসে আনুষ্ঠানিকভাবে বিয়ে করে তানহাকে তার বাড়িতে নিয়ে যায়।  বিয়ের পর কক্সবাজার হানিমুনে  যায় দিনার মিয়া, তানহা। সেখানে গিয়েও তানহা তার প্রেমিকের সাথে অনৈতিক সম্পর্ক জরায়। দিনার মিয়ার কাছে ধরা পড়ায়  শাসনের করে। এরপর থেকেই দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়।  পারিবারিক দ্বন্দ্ব বাড়তে থাকলে গত তিন মাস আগে তানহা বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেয়। এ তালাক বিচ্ছেদের বিষয়টি সহ্য করতে না পেরে তানহাকে গত ৩১ অক্টোবর মারধর করে দিনার মিয়া।

এদিকে ৯ নভেম্বর তানহার পরিবারের লোকজন কামাল মিয়ার হোটেলে লোকবল নিয়ে আক্রমন করে। এ সময় তারা হোটেলে থাকা সবধরণের খাবারে  বিষ ঢেলে দেয় ও হোটেলের কর্মচারীদের বেড় করে ক্যাশে থাকা টাকা পয়সা লুট করে নিয়ে যায়।