ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ডেঙ্গু: এ বছর ভর্তি রোগী ছাড়াল ৮৯ হাজার,মারা গেছেন ৪৭৫ জন

বাংলাদেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮৮৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাতে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে ৮৯ হাজার ৬০৩ জন হয়েছে। গত একদিনে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ বছর মশাবাহিত এ রোগে মারা গেলেন ৪৭৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৩০৬ জন, ঢাকা বিভাগে ২২৬ জন, ময়মনসিংহে ৩৭ জন, চট্টগ্রামে ৮০ জন, খুলনায় ১১৭ জন, রাজশাহী বিভাগে ৩৯ জন, রংপুর বিভাগে ১৭ জন, বরিশাল বিভাগে ৫০ জন এবং সিলেট বিভাগে ১৬ জন ভর্তি হয়েছেন।

যে ৪ জন মারা গেছেন, তাদের মধ্যে বরিশাল বিভাগে দুইজন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ২ জন চিকিৎসাধীন ছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, বুধবার পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৮৫ হাজার ৮০৩ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৩৩২৫ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ১৩০২ জন; আর ২০২৩ ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি।

এ বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ৫৩ হাজার ৭৫২ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ হাজার ৮৫১ জন।

এ বছর সবচেয়ে বেশি ৩০ হাজার ৮৭৯ জন রোগী ভর্তি হয়েছে অক্টোবর মাসে। সে মাসে ১৩৫ জনের মৃত্যু হয়েছিল।

নভেম্বরের ২৭ দিনে ২৭ হাজার ৭৮৬ জন রোগী ভর্তি হয়েছে, মৃত্যু হয়েছে ১৬০ জনের। এক মাসে এটাই সর্বোচ্চ মৃত্যু।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ডেঙ্গু: এ বছর ভর্তি রোগী ছাড়াল ৮৯ হাজার,মারা গেছেন ৪৭৫ জন

আপডেট সময় ০৬:৫৬:০৯ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪

বাংলাদেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮৮৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাতে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে ৮৯ হাজার ৬০৩ জন হয়েছে। গত একদিনে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ বছর মশাবাহিত এ রোগে মারা গেলেন ৪৭৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৩০৬ জন, ঢাকা বিভাগে ২২৬ জন, ময়মনসিংহে ৩৭ জন, চট্টগ্রামে ৮০ জন, খুলনায় ১১৭ জন, রাজশাহী বিভাগে ৩৯ জন, রংপুর বিভাগে ১৭ জন, বরিশাল বিভাগে ৫০ জন এবং সিলেট বিভাগে ১৬ জন ভর্তি হয়েছেন।

যে ৪ জন মারা গেছেন, তাদের মধ্যে বরিশাল বিভাগে দুইজন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ২ জন চিকিৎসাধীন ছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, বুধবার পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৮৫ হাজার ৮০৩ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৩৩২৫ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ১৩০২ জন; আর ২০২৩ ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি।

এ বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ৫৩ হাজার ৭৫২ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ হাজার ৮৫১ জন।

এ বছর সবচেয়ে বেশি ৩০ হাজার ৮৭৯ জন রোগী ভর্তি হয়েছে অক্টোবর মাসে। সে মাসে ১৩৫ জনের মৃত্যু হয়েছিল।

নভেম্বরের ২৭ দিনে ২৭ হাজার ৭৮৬ জন রোগী ভর্তি হয়েছে, মৃত্যু হয়েছে ১৬০ জনের। এক মাসে এটাই সর্বোচ্চ মৃত্যু।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।