ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বে-হাত ভালবাসা

অবিস্বরণীয় কোন অধ্যায় হতে পারিনি
হতে পারিনি অপরিহার্য্য কোন উপপাদ্য
তবুও এ পৃথিবীতে অবিনশ্বর হতে চেয়েছি।
চেয়েছি অনেকের ডায়েরির স্হান নিতে
হৃদয় কুঠুরীর দখল নিতে।

কুঠুরীর উপগত হয়েছি
রক্ত জবা’র ডালি সাজিয়েছি
সাজিয়েছি লাল রক্ত-গোলাপ।

কিন্তু ওদের কোন ভ্রক্ষেপ নেই তাতে।
কেন যেন, ওদের শুধু রঙ্গীন
কাগুজে ফুল গুলোই পছন্দ।
পছন্দ,চকচকে কাঁচের অলংকার।

আমরা অপাঙ্কেয় হয়েছি
হয়েছি অ-প্রস্তুত।

বিনিময় যোগ্য ধনরত্ন নেই আমার
নেই দর্শণীয় কোন ঐশ্বর্য্য
সুতরাং,নেই কোন কুঠুরীর প্রবেশাধিকার।

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

বে-হাত ভালবাসা

আপডেট সময় ০৬:৩৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫

অবিস্বরণীয় কোন অধ্যায় হতে পারিনি
হতে পারিনি অপরিহার্য্য কোন উপপাদ্য
তবুও এ পৃথিবীতে অবিনশ্বর হতে চেয়েছি।
চেয়েছি অনেকের ডায়েরির স্হান নিতে
হৃদয় কুঠুরীর দখল নিতে।

কুঠুরীর উপগত হয়েছি
রক্ত জবা’র ডালি সাজিয়েছি
সাজিয়েছি লাল রক্ত-গোলাপ।

কিন্তু ওদের কোন ভ্রক্ষেপ নেই তাতে।
কেন যেন, ওদের শুধু রঙ্গীন
কাগুজে ফুল গুলোই পছন্দ।
পছন্দ,চকচকে কাঁচের অলংকার।

আমরা অপাঙ্কেয় হয়েছি
হয়েছি অ-প্রস্তুত।

বিনিময় যোগ্য ধনরত্ন নেই আমার
নেই দর্শণীয় কোন ঐশ্বর্য্য
সুতরাং,নেই কোন কুঠুরীর প্রবেশাধিকার।