অবিস্বরণীয় কোন অধ্যায় হতে পারিনি
হতে পারিনি অপরিহার্য্য কোন উপপাদ্য
তবুও এ পৃথিবীতে অবিনশ্বর হতে চেয়েছি।
চেয়েছি অনেকের ডায়েরির স্হান নিতে
হৃদয় কুঠুরীর দখল নিতে।
কুঠুরীর উপগত হয়েছি
রক্ত জবা’র ডালি সাজিয়েছি
সাজিয়েছি লাল রক্ত-গোলাপ।
কিন্তু ওদের কোন ভ্রক্ষেপ নেই তাতে।
কেন যেন, ওদের শুধু রঙ্গীন
কাগুজে ফুল গুলোই পছন্দ।
পছন্দ,চকচকে কাঁচের অলংকার।
আমরা অপাঙ্কেয় হয়েছি
হয়েছি অ-প্রস্তুত।
বিনিময় যোগ্য ধনরত্ন নেই আমার
নেই দর্শণীয় কোন ঐশ্বর্য্য
সুতরাং,নেই কোন কুঠুরীর প্রবেশাধিকার।