যে আমার স্বর
শাহীন রেজা
যে আমার স্বর
থাক, তার কণ্ঠ পরে থাক
ছায়ারা উড়বে যেন চিল
কথায় কথায়; কবিতায়
ভ্রমরের ডাক
কষ্টময় জোনাকেরা
হোক, দিকভ্রান্ত হোক
একদিন অন্ধকার মেলবে ডানা
তার নীচে এক অন্ধ হোমার
কেবলি চোখের ডালা
খুলে তার মেটাবে জ্বালা
যে আমার ঘর
হয়ে যাক পর
দুপুর ছোঁয়ায় কোজাগরী রাত
না ডাকুক সংঘাত
আমার প্রতিটি দিন
নত হোক নত হোক
বাড়ুক কাজল দিন
বেহাগের ঋণ।
আরো পড়ুন : ধৈর্যের বসতঘর