রাজধানী ঢাকায় বায়ুদূষণের মাত্রা কমছেই না। বিশ্বে বায়ুদূষণের তালিকায় শীর্ষে রয়েছে শহরটি। আজ সোমবার (৫ মে) ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’। সকাল ৮টা ১৫ মিনিটে ঢাকার একিউআই স্কোর ১৯৮।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান নির্ধারণ সংস্থা আইকিউএয়ার এ তথ্য জানিয়েছে।
একিউআই সূচক অনুযায়ী, আজ ১৯৭ স্কোর নিয়ে বিশ্বে বায়ুদূষণের তালিকায় দ্বিতীয়তে রয়েছে সৌদি আরবের রিয়াদ। ১৭০ স্কোর নিয়ে তৃতীয়তে রয়েছে পাকিস্তানের করাচি। ১৫৪ স্কোর নিয়ে চতুর্থতে রয়েছে ভিয়েতনামের হ্যানয়। ১৩৩ স্কোর নিয়ে পঞ্চমে রয়েছে পাকিস্তানের লাহোর।
একিউআই মান অনুযায়ী, ৫০ থেকে ১০০ স্কোর থাকলে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এসময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়। ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এ ছাড়া ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
প্রতিদিনের বায়ুমান প্রকাশ করে শহরগুলো কতটা দূষিত কিংবা পরিচ্ছন্ন, তা নাগরিকদের জানিয়ে দেয় একিউআই।