কারাগার থেকে মুক্তির পর অভিনয়শিল্পী নুসরাত ফারিয়া জানিয়েছেন যে তিনি মানসিকভাবে খুবই ভেঙ্গে পড়েছিলেন। যারা এ সময়টাতে তার পাশে ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন তিনি।
কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পেয়ে বাসায় ফিরে নিজের ভেরিফায়েড ফেসবুক পাতায় তার এই মন্তব্য এসেছে।
সেখানে তিনি বলেছেন, “জীবনের সবচেয়ে মূমূর্ষ সময় পার করেছি এই দুইটা দিন। মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলাম। তবে এই সময়টাতে যারা সর্বক্ষণ আমার পাশে ছিলেন সেসব মানুষদেরকে মন থেকে কৃতজ্ঞতা জানাতে চাই”।
“আমার সহকর্মী থেকে শুরু করে ইন্ডাস্ট্রির সবাই, এমনকী আপামর সাধারণ মানুষ যারা আমার হয়ে কথা বলেছেন, ন্যায়ের পক্ষে কথা বলেছেন, পাশে থেকেছেন তাদের এই সাপোর্ট/ভালোবাসা আমি আজীবন মনে রাখবো”।
তিনি বলেন, আপনারা পাশে না থাকলে হয়তো এত দ্রুত আপনাদের মাঝে উপস্থিত হতে পারতাম না। বিশেষ করে ধন্যবাদ দিতে চাই আমাদের গণমাধ্যমকর্মীদেরকে, তাদের এই সাপোর্টটা ভীষণ দরকার ছিল। আমি সবসময় মনে রাখব আমার প্রতি আপনাদের ভালোবাসার কথা”।
এর আগে বেলা সাড়ে তিনটার দিকে তিনি কারাগার থেকে বের হন। তখন স্বজনদের সাথে একটি গাড়িতে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তিনি।এ সময় কারও সাথেই কোন কথা বলেননি।
সকালে ঢাকার একটি আদালত তার জামিনের আদেশ দিয়েছিলেন।
রোববার ঢাকায় বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটকের পর সোমবার তাকে কারাগারে পাঠিয়েছিলো আদালত।
গত মার্চ মাসে এনামুল হক নামের এক ব্যক্তি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনকে আসামি করে ভাটারা থানায় একটি মামলা করেছিলেন। সেই মামলাতেই নুসরাত ফারিয়াসহ ১৭ জন অভিনয়শিল্পীর নাম ছিল।
তবে তার আটকের ঘটনা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছিলো।