ইদ্রিস আলী মেহেদী
সূর্যালোকরহিত মারিয়ানা ট্রেঞ্চের
ঘুটঘুটে অন্ধকার
আর থমথমে নীরবতায় কাটছে এখন
এ গ্রহের আত্মকেন্দ্রিক বিষণ্ন সময়…
তোমার চলার পথ খুঁজে বের করতে হবে তোমাকেই
প্রাগৈতিহাসিক আরব বণিকদের দলবদ্ধ কাফেলার
ধূলিউড়ানো ঘোড়দৌড়ের নিশানা তোমার
সহযোগী হতে পারেনা –
পথভ্রষ্ট হয়ে যাবে নিমিষেই;
অন্ধকারাচ্ছন্ন পথের ঠিকানা তোমাকেই
করতে হবে আবিষ্কার।
আলো-ছায়া-পথের রসদের দায়িত্বভার
একান্তই তোমার
যদি আলো পেতে চাও… তেল-দিয়াশলাই রাখো
তোমার পকেটেই
আর ছায়া !… করো বৃক্ষের তাঁবেদারী
নিদেনপক্ষে রাখো একটি ছাতা তোমার সঙ্গেই
যা হবে তোমারই ছায়াসঙ্গী।