ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু কাবাডিতে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন

ধারে-ভারে নেপালের চেয়ে এগিয়ে বহুগুণ। প্রতিযোগিতায় গত তিন আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়নও বাংলাদেশ। তাই এবারের আসরেও চ্যাম্পিয়নশিপেই নজর ছিল স্বাগতিকরা। অবশেষে নিজেদের লক্ষ্যে সফল লাল-সবুজের দল। বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডির ফাইনালে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ।

আজ শনিবার (৩ জুন) টুর্নামেন্টের ফাইনালে নেপালকে ৪৫-৩১ ব্যবধানে হারিয়ে মুকুট ধরে রেখেছে বাংলাদেশ। এই নিয়ে প্রতিযোগিতার টানা চারবারের প্রতিটিতেই চ্যাম্পিয়ন লাল-সবুজের দল।

মেগা ফাইনালের শুরুতে অবশ্য আবেগঘন মুহূর্ত সৃষ্টি করেন বাংলাদেশ অধিনায়ক আরদুজ্জামান মুনশী। এই ম্যাচে মাঠে নামার আগে ১৫ বছরের ক্যারিয়ারের ইতি টেনে দেন অধিনায়ক। বিদায়ের ঘোষণা দিয়ে মাথায় পাগড়ি পরে করেন মাঠ প্রদক্ষিণ। এরপর গড়ায় মাঠের খেলা।

মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে লড়াইয়ের শুরু থেকেই দাপুটে বাংলাদেশ। প্রথমার্ধে আধিপত্য ধরে রেখে নেপালের সঙ্গে ২৪-১০ এর ব্যবধান রাখে। এর মধ্যে অষ্টম মিনিটেই প্রথম লোনা পেয়ে যায় বাংলাদেশ। তাতে ১১ পয়েন্টের লিড নিয়ে নেয় স্বাগতিকরা।

বিরতির পরও বাংলাদেশের ছন্দে বাধা হতে পারেনি অতিথিরা। বিরতির পর স্কোর যখন ২৯-১২ তখন বাংলাদেশ পায় তাদের দ্বিতীয় লোনা। দ্বিতীয় হাফে অবশ্য ঘুরে দাঁড়ানোর আভাস দেয় নেপালিরা। ব্যবধান কমিয়ে লড়াই জমিয়ে তোলে সফরকারীরা। বিরতির পর নেপাল পেয়ে যায় একটি লোনাও। কিন্তু অতিথিদের সব চেষ্টাই বৃথা করে জয় তুলে নেয় বাংলাদেশ কাবাডি দল।

আরো পড়ুন : জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো ওয়েস্ট ইন্ডিজ

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

বঙ্গবন্ধু কাবাডিতে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন

আপডেট সময় ০৬:১১:৫২ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪

ধারে-ভারে নেপালের চেয়ে এগিয়ে বহুগুণ। প্রতিযোগিতায় গত তিন আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়নও বাংলাদেশ। তাই এবারের আসরেও চ্যাম্পিয়নশিপেই নজর ছিল স্বাগতিকরা। অবশেষে নিজেদের লক্ষ্যে সফল লাল-সবুজের দল। বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডির ফাইনালে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ।

আজ শনিবার (৩ জুন) টুর্নামেন্টের ফাইনালে নেপালকে ৪৫-৩১ ব্যবধানে হারিয়ে মুকুট ধরে রেখেছে বাংলাদেশ। এই নিয়ে প্রতিযোগিতার টানা চারবারের প্রতিটিতেই চ্যাম্পিয়ন লাল-সবুজের দল।

মেগা ফাইনালের শুরুতে অবশ্য আবেগঘন মুহূর্ত সৃষ্টি করেন বাংলাদেশ অধিনায়ক আরদুজ্জামান মুনশী। এই ম্যাচে মাঠে নামার আগে ১৫ বছরের ক্যারিয়ারের ইতি টেনে দেন অধিনায়ক। বিদায়ের ঘোষণা দিয়ে মাথায় পাগড়ি পরে করেন মাঠ প্রদক্ষিণ। এরপর গড়ায় মাঠের খেলা।

মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে লড়াইয়ের শুরু থেকেই দাপুটে বাংলাদেশ। প্রথমার্ধে আধিপত্য ধরে রেখে নেপালের সঙ্গে ২৪-১০ এর ব্যবধান রাখে। এর মধ্যে অষ্টম মিনিটেই প্রথম লোনা পেয়ে যায় বাংলাদেশ। তাতে ১১ পয়েন্টের লিড নিয়ে নেয় স্বাগতিকরা।

বিরতির পরও বাংলাদেশের ছন্দে বাধা হতে পারেনি অতিথিরা। বিরতির পর স্কোর যখন ২৯-১২ তখন বাংলাদেশ পায় তাদের দ্বিতীয় লোনা। দ্বিতীয় হাফে অবশ্য ঘুরে দাঁড়ানোর আভাস দেয় নেপালিরা। ব্যবধান কমিয়ে লড়াই জমিয়ে তোলে সফরকারীরা। বিরতির পর নেপাল পেয়ে যায় একটি লোনাও। কিন্তু অতিথিদের সব চেষ্টাই বৃথা করে জয় তুলে নেয় বাংলাদেশ কাবাডি দল।

আরো পড়ুন : জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো ওয়েস্ট ইন্ডিজ