পলিথিন বন্ধে সেপ্টেম্বর থেকে অভিযান শুরু হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
আজ ২১ আগস্ট সচিবালয়ে বিশ্বব্যাংকের প্রতিনিধিদের সাথে বৈঠকের পরে সরকারের নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা।
তিনি জানান, ভারতের সাথে বন্ধুপ্রতীম সম্পর্ক রেখে তিস্তাসহ অভিন্ন নদী নিয়ে আলোচনা করবে অন্তর্বর্তী সরকার। প্রয়োজনে আন্তর্জাতিক অঙ্গণে যাওয়ার কথা জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা।
উপদেষ্টা আরও জানান, শীত মৌসুম শুরুর আগেই বায়ু দূষণ কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। সবচেয়ে দূষিত নদী এবং দূষণকারী প্রতিষ্ঠানের তালিকা দিতে বলা হয়েছে পরিবেশ অধিদপ্তরকে।
রাস্তায় গাড়ির যত্রতত্র হর্ন বন্ধ করতে ঢাকার ১০টি স্থানে অভিযান শুরু করা হবে। শিক্ষার্থীদের সাথে নিয়ে এই কার্যক্রম শুরু করার কথা জানান বন-পরিবেশ এবং পানি উপদেষ্টা।
আরও পড়ুন:ত্রিপুরায় বাঁধ খুলে দিলো ভারত, হু হু করে পানি ঢুকছে বাংলাদেশে