পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব রুহুল আমিন দুলাল এর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন দলীয় নেতা-কর্মীরা
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১ টায় পৌরসভার সন্মূখ সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে উপজেলার ১১টি ইউনিয়ন,ওয়ার্ড ও পৌর সভার প্রায় দুই সহস্রাধিক নেতা কর্মী অংশ নেন।সকাল থেকে হাজার হাজার নেতা-কর্মী ব্যানার ও প্লে- কার্ড সহ মিছিল সহকারে শহীদ মিনার পাদদেশে জড়ো হয়।এ সময় শহীদ মিনার পাদদেশে কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
পরে অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন,বিএনপি নেতা আলহাজ্ব আবুল কালাম আজাদ, মাহবুবুল ইসলাম নান্না, ইসলাম হোসেন হাওলাদার,রিয়াজুল ইসলাম,রিপন মাতুব্বর,সাইদুর রহমান দুলাল প্রমুখ।
বক্তারা বলেন, রুহুল আমিন দুলাল ছাত্রদল, যুবদলের সভাপতি ছিলেন। এ ছাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং উপজেলা বিএনপির আহবায়ক হিসেবে দলের দুর্দিনে সঠিকভাবে দায়িত্ব পালন করে দলকে সুসংগঠিত করেছেন। আ.লীগের দুঃশাসনের সময় হামলা – মামলার শিকার হয়েছেন। ত্যাগী ও সংগ্রামী এই নেতার দীর্ঘ ৪৪ বছরের বর্ণাঢ্য রাজনীতির ইতিহাস রয়েছে। মঠবাড়িয়ায় আলহাজ্ব রুহুল আমিন দুলালের বিকল্প নেই। পিরোজপুর -৩ মঠবাড়িয়া আসন থেকে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী হয়েছিল। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে নানা চক্রান্ত শুরু করেন। এরপর মঠবাড়িয়ার বিএনপির বিপদগামী কতিপয় লোক আ.লীগের সাথে আঁতাত করে কেন্দ্রে অসত্য, কাল্পনিক ও ভিওিহীন অভিযোগ দিয়ে তাকে বহিষ্কার করিয়েছেন।অবিলম্বে তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের জোর দাবী জানান এবং শনিবার সকালে প্রতিবাদ সমাবেশের ডাক দেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মানুষকে হুমকি,ভয়ভীতি প্রদর্শন এবং নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থেকে দলের শৃঙ্খলা ভঙ্গ করার কারনে মঠবাড়িয়া উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোঃ রুহুল আমিন দুলালকে দলের প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেন।
আরো পড়ুন : মঠবাড়িয়া উপজেলা বিএনপির সংবাদ সন্মেলন