ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মণিপুরে সহিংসতা দমনে ১০ হাজার সেনা পাঠাচ্ছে কেন্দ্রীয় সরকার

জাতিগত সহিংসতা দমনে ভারতের পূর্বাঞ্চলের মণিপুর রাজ্যে আরও ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। গতকাল শুক্রবার (২২ নভেম্বর) সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন মণিপুরের প্রধান নিরাপত্তা পরামর্শক কুলদীপ সিং। খবর এনডিটিভির।

ভারতীয় সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, মণিপুরে আগে থেকেই ১৯৮ কোম্পানি বা প্রায় ২৫ হাজারের মতো সেনা অবস্থান করছিল। নতুন করে আরও ৯০টি কোম্পানি পাঠানো হবে সেখানে। এই ৯০টি কোম্পানিতে রয়েছে প্রায় ১০ হাজার ৮০০ সেনা।

নিরাপত্তা পরামর্শক কুলদীপ সিং বলেন, ‘কেন্দ্র থেকে নতুন করে ৯০ কোম্পানি সেনা পাচ্ছি। ইতোমধ্যে তাদের একটি বড় অংশ ইম্ফলে (মণিপুরের রাজধানী) পৌঁছেছে। সাধারণ মানুষের জানমাল রক্ষা ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোয় নজরদারি চালাতে আমরা সেনাদের মোতায়েন করছি।”

কুলদীপ সিং আরও বলেন, ‘কয়েকদিনের মধ্যে সব এলাকা সেনাদের নিয়ন্ত্রণে থাকবে। আমরা নির্ভুল ব্যবস্থা গ্রহণ করেছি। এ ছাড়া প্রত্যেক বিভাগে নতুন কর্ডিনেশন সেল এবং যৌথ কন্ট্রোল রুম স্থাপন করা হবে। যেগুলো এরই মধ্যে চালু হয়েছে, সেগুলো আমরা পর্যবেক্ষণ করেছি।’

 মণিপুরে রাতভর গোলাগুলি থানায় হামলা বাড়িঘরে আগুন

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মণিপুরে সহিংসতা দমনে ১০ হাজার সেনা পাঠাচ্ছে কেন্দ্রীয় সরকার

আপডেট সময় ১১:০৫:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

জাতিগত সহিংসতা দমনে ভারতের পূর্বাঞ্চলের মণিপুর রাজ্যে আরও ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। গতকাল শুক্রবার (২২ নভেম্বর) সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন মণিপুরের প্রধান নিরাপত্তা পরামর্শক কুলদীপ সিং। খবর এনডিটিভির।

ভারতীয় সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, মণিপুরে আগে থেকেই ১৯৮ কোম্পানি বা প্রায় ২৫ হাজারের মতো সেনা অবস্থান করছিল। নতুন করে আরও ৯০টি কোম্পানি পাঠানো হবে সেখানে। এই ৯০টি কোম্পানিতে রয়েছে প্রায় ১০ হাজার ৮০০ সেনা।

নিরাপত্তা পরামর্শক কুলদীপ সিং বলেন, ‘কেন্দ্র থেকে নতুন করে ৯০ কোম্পানি সেনা পাচ্ছি। ইতোমধ্যে তাদের একটি বড় অংশ ইম্ফলে (মণিপুরের রাজধানী) পৌঁছেছে। সাধারণ মানুষের জানমাল রক্ষা ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোয় নজরদারি চালাতে আমরা সেনাদের মোতায়েন করছি।”

কুলদীপ সিং আরও বলেন, ‘কয়েকদিনের মধ্যে সব এলাকা সেনাদের নিয়ন্ত্রণে থাকবে। আমরা নির্ভুল ব্যবস্থা গ্রহণ করেছি। এ ছাড়া প্রত্যেক বিভাগে নতুন কর্ডিনেশন সেল এবং যৌথ কন্ট্রোল রুম স্থাপন করা হবে। যেগুলো এরই মধ্যে চালু হয়েছে, সেগুলো আমরা পর্যবেক্ষণ করেছি।’

 মণিপুরে রাতভর গোলাগুলি থানায় হামলা বাড়িঘরে আগুন