জাতিগত সহিংসতা দমনে ভারতের পূর্বাঞ্চলের মণিপুর রাজ্যে আরও ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। গতকাল শুক্রবার (২২ নভেম্বর) সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন মণিপুরের প্রধান নিরাপত্তা পরামর্শক কুলদীপ সিং। খবর এনডিটিভির।
ভারতীয় সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, মণিপুরে আগে থেকেই ১৯৮ কোম্পানি বা প্রায় ২৫ হাজারের মতো সেনা অবস্থান করছিল। নতুন করে আরও ৯০টি কোম্পানি পাঠানো হবে সেখানে। এই ৯০টি কোম্পানিতে রয়েছে প্রায় ১০ হাজার ৮০০ সেনা।
নিরাপত্তা পরামর্শক কুলদীপ সিং বলেন, ‘কেন্দ্র থেকে নতুন করে ৯০ কোম্পানি সেনা পাচ্ছি। ইতোমধ্যে তাদের একটি বড় অংশ ইম্ফলে (মণিপুরের রাজধানী) পৌঁছেছে। সাধারণ মানুষের জানমাল রক্ষা ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোয় নজরদারি চালাতে আমরা সেনাদের মোতায়েন করছি।”
কুলদীপ সিং আরও বলেন, ‘কয়েকদিনের মধ্যে সব এলাকা সেনাদের নিয়ন্ত্রণে থাকবে। আমরা নির্ভুল ব্যবস্থা গ্রহণ করেছি। এ ছাড়া প্রত্যেক বিভাগে নতুন কর্ডিনেশন সেল এবং যৌথ কন্ট্রোল রুম স্থাপন করা হবে। যেগুলো এরই মধ্যে চালু হয়েছে, সেগুলো আমরা পর্যবেক্ষণ করেছি।’