ঘরের মাঠে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে নিগার সুলতানার দল। ওয়ানডে সিরিজকে সামনে রেখে উন্মোচিত হয়েছে ট্রফি।
আজ বুধবার (২০ মার্চ) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের অধিনায়কের উপস্থিতিতে ট্রফি উন্মোচন হয়। প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। এর আগে মাত্র একবারই বাংলাদেশ সফরে এসেছিল অজি মেয়েরা। সেটি ছিল ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে।
এ বছরের অক্টোবরে বাংলাদেশেই হবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। অস্ট্রেলিয়া তাই পূর্ণ শক্তির দল নিয়েই বাংলাদেশে এসেছে। তাদের জন্য এই সিরিজটা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ। অন্যদিকে, অস্ট্রেলিয়া সিরিজের পরই সিলেটে ভারতের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজই হবে নিগারদের বিশ্বকাপের প্রস্তুতি।
জানা গেছে, বহুল আকাঙ্ক্ষিত অস্ট্রেলিয়া-বাংলাদেশ সিরিজটি দেখা যাবে না কোনো টেলিভিশনে। তবে বিসিবির ডিজিটাল প্লাটফর্মে (ইউটিউব চ্যানেলে) দেখা যাবে খেলা। ২০২২-২৫ আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপের অধীনে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। প্রথম ওয়ানডে মাঠে গড়াবে আগামীকাল ২১ মার্চ। এ ছাড়া তিন ওয়ানডে শেষে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৩১ মার্চ।
আরও পড়ুন : লঙ্কানদের উচিত জবাব দিলেন মুশফিক