সুপারস্টার শাকিব খানের শুটিংয়ে থাকা ছবি ‘বরবাদ’ সিনেমার আইটেম গানে থাকছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী নুসরাত জাহান। ইতোমধ্যে মুম্বাইতে গানটির শুটিং সম্পন্ন হয়েছে। ভারতীয় একটি ইউটিউব চ্যানেলে ইন্টারভিউ দিতে গিয়ে খবরটি জানান নায়িকা নুসরাত জাহান।
এর আগে শাকিবের সঙ্গে ‘নাকাব’ ছবিতে অভিনয় করেছিলেন নুসরাত। তবে এবার অভিনয় নয়, তাকে দেখা যাবে আইটেম গানে।
নুসরাত বলেন, একটা ভালো গানে পারফর্ম করার অভিজ্ঞতা সব সময় ভালো হয়। শাকিবের সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। এখনই কিছু বলতে চাচ্ছি না, জাস্ট ওয়েট ফর দ্য সং। আমি নিজেও অপেক্ষায় রয়েছি। তবে আমার অভিজ্ঞতা বলছে, দর্শক এ কাজটি অবশ্যই পছন্দ করবেন।
মেহেদী হাসান হৃদয় পরিচালিত ছবি বরবাদ-এর শুটিং চলছে মুম্বাই। অ্যাকশন ধাঁচের এ ছবিটি আগামী ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ২৪ অক্টোবর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত প্রথম লটের শুটিং হয়েছে।
জানা গেছে, বিরতি দিয়ে আগামী ডিসেম্বর থেকে দ্বিতীয় ও শেষ লটের শুটিং হবে সিনেমাটির। বরবাদে শাকিবের সঙ্গে দেখা যাবে প্রিয়তমা খ্যাত অভিনেত্রী ইধিকা পালকে। আরও থাকছেন ওপার বাংলার আলোচিত অভিনেতা যিশু সেনগুপ্তসহ বাংলাদেশের নামি শিল্পীরা।
এখনও পর্যন্ত ছবি কোনো লুক প্রকাশ হয়নি। সম্প্রতি শাকিব খান বরবাদ সিনেমা নিয়ে বলেছেন, ‘বরবাদ হবে তুফানের চেয়ে ডাবল বাজেটের সিনেমা। বড়পর্দায় দেখলে দর্শক চমকে যাবেন, বুঝতে পারবেন আমাদের সিনেমা এখন কেমন হচ্ছে।