দেশের বিভিন্ন স্থানে মন্দির ও সনাতন সম্প্রদায়ের ঘরবাড়িতে হামলার প্রতিবাদে বিক্ষোভ–সমাবেশের আয়োজন করে বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ। চট্টগ্রাম নগরের চেরাগী পাহাড় মোড়ে আয়োজিত এই সমাবেশে অংশ নেন হাজারো মানুষ। গতকাল বিকেল পাঁচটায়
‘তুমি কে আমি কে বাঙালি বাঙালি’, ‘আমার দেশ তোমার দেশ বাংলাদেশ বাংলাদেশ’, ‘স্বাধীনতার এ কী হাল, নিয়ে গেল ঘরের চাল’ ইত্যাদি স্লোগানে দেশব্যাপী সংঘটিত মন্দির ও ঘরবাড়িতে হামলা এবং লুটপাটের প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রামে বসবাসরত হিন্দু সম্প্রদায়ের লোকজন।
হিন্দু জাগরণ মঞ্চের ব্যানারে গতকাল শনিবার বিকেলে চেরাগী পাহাড় ও জামালখান এলাকায় আয়োজিত এই সমাবেশ সন্ধ্যার আগেই জনসমুদ্রে পরিণত হয়।
চেরাগী চত্বরকে কেন্দ্র করে পশ্চিমে বৌদ্ধমন্দির মোড়, উত্তরে জামালখান মোড় ও দক্ষিণে আন্দরকিল্লা হয়ে লালদীঘি সোনালী ব্যাংক পর্যন্ত বিস্তৃত ছিল সমাগমটি। এতে বিভিন্ন বয়সী নারী ও পুরুষ ব্যানার–ফেস্টুন নিয়ে উপস্থিত হন। এ ছাড়া বিভিন্ন সনাতনী সংগঠনের নেতা ও মঠমন্দিরের পুরোহিতরা তাঁদের ব্যানার নিয়ে উপস্থিত হন। সমাবেশটিতে কোনো বক্তব্য ছিল না। সারাক্ষণ স্লোগান স্লোগানে মুখর ছিল সমাবেশটি।