দেশের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৯ দশমিক আট ডিগ্রি সেলসিয়াসে। এই তাপমাত্র বিরাজ করছে চুয়াডাঙ্গায়।
আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দেশের তাপমাত্রা যখন দশের নিচে তখন বাতাসের আদ্রতা ছিল ৯৫ শতাংশ। আবহাওয়ার পূর্বাভাস থেকে এই তথ্য জানা গেছে।
প্রয়োজনীয় কাজের জন্য শীত উপেক্ষা করে বাইরে বের হচ্ছে মানুষ। বিভিন্ন শ্রেণি-পেশাজীবীরা যাচ্ছেন কাজে। তবে, শ্রমিক ও কৃষি শ্রমিকদের বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। কাজের সন্ধানে শহরে এসে অনেকে কাজ পাচ্ছেন না বলে জানিয়েছেন।
গত কয়েকদিনে দিনের তাপমাত্রা বেড়ে গরম ও রাতের তাপমাত্রা কমে শীত অনুভূত হওয়ায় চুয়াডাঙ্গায় বেড়েছে শীতজনিত রোগের প্রকোপ। এই রোগে আক্রান্তদের সংখ্যা বাড়ছে হাসপাতালে।