কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় ১৮ বোতল ফেন্সিডিল সহ মকবুল হোসেন মন্ডল (৫০) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ।
থানা পুলিশ সুত্রে জানা যায় ০২ জানুয়ারী বৃহস্পতিবার রাতে মাদক কেনাবেচার একটি চক্র মাদক বিক্রির জন্য অবস্থান করছে জানতে পেরে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আরিফের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার পাইকেরছড়া এলাকায় তাকে মাদক সহ গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ব্যাগ ভর্তি ১৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয় ।
ভূরুঙ্গামারী থানার ওসি ( তদন্ত) নন্দ লাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে শুক্রবার কুড়িগ্রাম জেল আদালতে পাঠানো হয়েছে।