মোঃ হামিদুর রহমান লিমন, বিশেষ প্রতিনিধি:
আজ ০৮ আগস্ট ২০২৪ খ্রি: তারিখ দুপুর ০২:৩০ ঘটিকায় রংপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে রংপুর রেঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে প্রিন্ট ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার গণমাধ্যমকর্মীদের সাথে প্রেস ব্রিফিং করেন রংপুর রেঞ্জের সম্মানিত ডিআইজি মোঃ আব্দুল বাতেন, বিপিএম (বার), পিপিএম, (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি প্রাপ্ত)।
তিনি বলেন, সম্প্রতি কোটা আন্দোলনকে কেন্দ্র করে শান্তিপ্রিয় এ দেশে দূর্বৃত্তদের সহিংসতা ও ব্যাপক ধ্বংসযজ্ঞে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যেও যে উৎকন্ঠা বিরাজ করছে তা কাটিয়ে তুলে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে তিনি গণমাধ্যমকর্মীসহ সর্বসাধারণের সহযোগিতা কামনা করেন । এই সংকটময় পরিস্থিতিতে রংপুর রেঞ্জের ডিআইজি মহোদয় সহ অন্যান্য কর্মকর্তাগণ সদা সর্বদা অধঃস্তনদের সাথে একযোগে দায়িত্ব পালন করে আসছেন।
তিনি আরো বলেন, রংপুর রেঞ্জের অধীনে যে সব জেলার থানাসহ বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনায় দুষ্কৃতকারীদের আক্রমণ ও লুটপাট রোধে এবং জনগণের জানমালের নিরাপত্তায় নিয়োজিত কর্তব্যরত পুলিশ সদস্য আহত হয়ে হাসপাতালে চিকিৎসা গ্রহণ করছেন তাদের খোঁজখবর রাখা হচ্ছে। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পুলিশের মাঠ পর্যায়ে কাজ করার পরিবেশ ফিরিয়ে আনার জন্য তিনি গণমাধ্যমকর্মীদের নিকট সহযোগিতা কামনা করেন। শোককে শক্তিতে পরিণত করে পূর্ণ মনোবল নিয়ে রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশে জেলা পুলিশ আইনের আলোকে কাজ করতে শুরু করলে অচিরেই সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে জনগণের মনে সস্তি ফিরে আসবে বলে তিনি মন্তব্য করেন।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন এস এম রশিদুল হক, অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স), পিপিএম-সেবা, পংকজ চন্দ্র রায়, পিপিএম, অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস), মোঃ হুমায়ুন কবির, পুলিশ সুপার (ট্রাফিক অ্যান্ড অপারেশনস), রংপুর রেঞ্জ, রংপুর, মোঃ শাহজাহান, পিপিএম, পুলিশ সুপার, রংপুর, মোঃ তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রংপুর, (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), সুলতানা রাজিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস), রংপুর, মোঃ ইফতে খায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), রংপুর, রংপুর জেলা মিডিয়া সেল এবং প্রিন্ট ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আরো পড়ুন : পঞ্চগড়ে অগ্নি সংযোগ ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ