দেশর জন্য যুদ্ধে যেতে
ছাড়লো যারা ঘর
তাদের রক্তে বিজয় এলো
ষোলোই ডিসেম্বর।
স্বাধিকারের শক্তি নিয়ে
রাখতে দেশের মান
সবাই মিলে রক্ত দিলো
ঝরলো অনেক প্রাণ।
স্বাধীনতা আসলো দেশে
অনেক ত্যাগের পরে
কিন্তু সেটার সুফল আজও
যায়নি সবার ঘরে।
দেশর জন্য যুদ্ধে যেতে
ছাড়লো যারা ঘর
তাদের রক্তে বিজয় এলো
ষোলোই ডিসেম্বর।
স্বাধিকারের শক্তি নিয়ে
রাখতে দেশের মান
সবাই মিলে রক্ত দিলো
ঝরলো অনেক প্রাণ।
স্বাধীনতা আসলো দেশে
অনেক ত্যাগের পরে
কিন্তু সেটার সুফল আজও
যায়নি সবার ঘরে।