ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আমরা যেন উদাহরণ সৃষ্টি করতে পারি : ড. ইউনূস ভবিষ্যৎ করণীয় নিয়ে যুগপৎ সঙ্গীদের সাথে আলোচনায় বিএনপি হামজার পর এবার আসছেন কানাডার সামিত সকল প্রকার অনিয়মের বিরুদ্ধে অভিযোগ দাখিলের আহ্বান উপদেষ্টা আসিফের সরকারের মূল উদ্দেশ্য শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা : গণশিক্ষা উপদেষ্টা পাকিস্তানের কাছেও হার বাংলাদেশের; কঠিন সমীকরণে বিশ্বকাপ ভাগ্য পারমাণবিক ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ধাপের আলোচনা হাসিনাসহ ১২ জনের নামে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির আবেদন মুসলিম সংখ্যলঘুদের নিয়ে বাংলাদেশের বক্তব্য ভারতের প্রত্যাখ্যান সংস্কার ও শেখ হাসিনার বিচারের আগে নির্বাচন নয় : গোলাম পরওয়ার

সম্প্রীতির কটিয়াদীতে বিসর্জনের মাধ্যমে শেষ হলো দূর্গাপূজা

কিছুটা ভয়, আবার কিছুটা উৎকণ্ঠার মধ্যদিয়েই এ বছর সারাদেশের ন্যায় কিশোরগঞ্জের কটিয়াদীতে শারদীয় দুর্গোৎসবের আয়োজন করেছিলেন সনাতন ধর্মাবলম্বীরা। সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের তীক্ষ্ণ দৃষ্টি ও অসাম্প্রদায়িক চেতনায় প্রশাসনের কঠোর নজরদারির পাশাপাশি রাজনৈতিক দলগুলোর উদার মানসিকতায় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে শারদীয়া দুর্গোৎসব।

পূজা শুরুর পর থেকে প্রশাসনের কঠোর নজরদারিতে পূজার আনুষ্ঠানিকতার সাথে সাথে উৎসাহ উদ্দীপনায় কমতি ছিল না কটিয়াদী উপজেলার পূজা মন্ডপ গুলোতে। রীতি অনুযায়ী পাঁচ দিনের দুর্গাপূজার শেষ দিন দশমী। সেই দশমীতে অনুষ্ঠিত হয় প্রতিমা বিসর্জন। রবিবার (১৩অক্টোবর) সারা দেশের ন্যায় কটিয়াদী পৌরসভার আয়োজনে সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সকল আনুষ্ঠানিকতা।
শাস্ত্রীয় মতে ষষ্ঠীর বোধন পূজার মধ্য দিয়ে দশভূজা ত্রিনয়নী দেবী দুর্গা এ বছর দোলায় চড়ে (পালকি) স্বর্গালোক থেকে মর্ত্যলোক আসেন। পৃথিবীর সকল অন্যায় অবিচার ও দুঃখ, দুর্দশা ও গ্লানি মুছে বিজয়া দশমীর মধ্য দিয়ে ঘোটকে চড়ে (ঘোড়ায়) সন্তানদের নিয়ে মর্তলোকে ফিরে যাবেন। সপ্তমী তিথিতে মাটির মূর্তিতে দেবীর প্রাণ প্রতিষ্ঠা হয় এবং দশমী তিথিতে দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে দেবীকে মর্ত্য লোক থেকে বিদায় জানান ভক্তরা এমটাই বিশ্বাস করে দুর্গতিনাশিনী দেবী দুর্গার পূজা করেন সনাতন ধর্মাবলম্বীরা।

এদিকে, মহাষ্টমী ও মহানবমীতে কটিয়াদী উপজেলার প্রতিটি পূজা মন্ডপে ভক্ত দর্শণার্থীদের পাশাপাশি রাজনৈতিক নেতাদের পদচারণা ছিল চোখে পড়ার মতো। বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা চষে বেড়িয়েছেন এ মন্ডপ থেকে ওই মন্ডপ। প্রতিটি উপজেলা, ইউনিয়ন পাড়া মহল্লার পূজা মন্ডপগুলোতেও রাজনৈতিক নেতাদের পদচারণা ছিল।
কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ সকলকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে বলেন, এবছর উপজেলার প্রতিটি পূজা মন্ডপে অত্যান্ত শান্তিপূর্ণ ভাবে উদযাপিত হয়েছে শারদীয় দুর্গোৎসব। প্রশাসনের পাশাপাশি যাদের প্রচেষ্টায় এ পরিবেশ সৃষ্টি হয়েছে তাদের প্রতি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।

এসময় কটিয়াদী পৌর প্রশাসক তামারা তাসবিহার সভাপতিত্বে ও পৌর টিকাদানকারী পুরুষ জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদুজ্জামান।

এসময় আরো উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, অতিরিক্ত পুলিশ সুপার (হোসেনপুর সার্কেল) সুজন চন্দ্র সরকার,কটিয়াদী মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন,সাবেক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন মেনু, সাইফুল্লাহ জাইদু,পৌর সচিব কারার দিদারুল মতিন, পৌর প্রধান সহকারী ইসমাইল হোসেন,কটিয়াদী বাজার বণিক সমিতির আহ্বায়ক ইলিয়াস আলী,সদস্য সচিব জিল্লুর রহমান প্রমুখ।

আরো পড়ুন : কটিয়াদিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমণ দিবস পালিত

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

আমরা যেন উদাহরণ সৃষ্টি করতে পারি : ড. ইউনূস

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সম্প্রীতির কটিয়াদীতে বিসর্জনের মাধ্যমে শেষ হলো দূর্গাপূজা

আপডেট সময় ০৯:৩১:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪

কিছুটা ভয়, আবার কিছুটা উৎকণ্ঠার মধ্যদিয়েই এ বছর সারাদেশের ন্যায় কিশোরগঞ্জের কটিয়াদীতে শারদীয় দুর্গোৎসবের আয়োজন করেছিলেন সনাতন ধর্মাবলম্বীরা। সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের তীক্ষ্ণ দৃষ্টি ও অসাম্প্রদায়িক চেতনায় প্রশাসনের কঠোর নজরদারির পাশাপাশি রাজনৈতিক দলগুলোর উদার মানসিকতায় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে শারদীয়া দুর্গোৎসব।

পূজা শুরুর পর থেকে প্রশাসনের কঠোর নজরদারিতে পূজার আনুষ্ঠানিকতার সাথে সাথে উৎসাহ উদ্দীপনায় কমতি ছিল না কটিয়াদী উপজেলার পূজা মন্ডপ গুলোতে। রীতি অনুযায়ী পাঁচ দিনের দুর্গাপূজার শেষ দিন দশমী। সেই দশমীতে অনুষ্ঠিত হয় প্রতিমা বিসর্জন। রবিবার (১৩অক্টোবর) সারা দেশের ন্যায় কটিয়াদী পৌরসভার আয়োজনে সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সকল আনুষ্ঠানিকতা।
শাস্ত্রীয় মতে ষষ্ঠীর বোধন পূজার মধ্য দিয়ে দশভূজা ত্রিনয়নী দেবী দুর্গা এ বছর দোলায় চড়ে (পালকি) স্বর্গালোক থেকে মর্ত্যলোক আসেন। পৃথিবীর সকল অন্যায় অবিচার ও দুঃখ, দুর্দশা ও গ্লানি মুছে বিজয়া দশমীর মধ্য দিয়ে ঘোটকে চড়ে (ঘোড়ায়) সন্তানদের নিয়ে মর্তলোকে ফিরে যাবেন। সপ্তমী তিথিতে মাটির মূর্তিতে দেবীর প্রাণ প্রতিষ্ঠা হয় এবং দশমী তিথিতে দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে দেবীকে মর্ত্য লোক থেকে বিদায় জানান ভক্তরা এমটাই বিশ্বাস করে দুর্গতিনাশিনী দেবী দুর্গার পূজা করেন সনাতন ধর্মাবলম্বীরা।

এদিকে, মহাষ্টমী ও মহানবমীতে কটিয়াদী উপজেলার প্রতিটি পূজা মন্ডপে ভক্ত দর্শণার্থীদের পাশাপাশি রাজনৈতিক নেতাদের পদচারণা ছিল চোখে পড়ার মতো। বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা চষে বেড়িয়েছেন এ মন্ডপ থেকে ওই মন্ডপ। প্রতিটি উপজেলা, ইউনিয়ন পাড়া মহল্লার পূজা মন্ডপগুলোতেও রাজনৈতিক নেতাদের পদচারণা ছিল।
কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ সকলকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে বলেন, এবছর উপজেলার প্রতিটি পূজা মন্ডপে অত্যান্ত শান্তিপূর্ণ ভাবে উদযাপিত হয়েছে শারদীয় দুর্গোৎসব। প্রশাসনের পাশাপাশি যাদের প্রচেষ্টায় এ পরিবেশ সৃষ্টি হয়েছে তাদের প্রতি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।

এসময় কটিয়াদী পৌর প্রশাসক তামারা তাসবিহার সভাপতিত্বে ও পৌর টিকাদানকারী পুরুষ জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদুজ্জামান।

এসময় আরো উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, অতিরিক্ত পুলিশ সুপার (হোসেনপুর সার্কেল) সুজন চন্দ্র সরকার,কটিয়াদী মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন,সাবেক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন মেনু, সাইফুল্লাহ জাইদু,পৌর সচিব কারার দিদারুল মতিন, পৌর প্রধান সহকারী ইসমাইল হোসেন,কটিয়াদী বাজার বণিক সমিতির আহ্বায়ক ইলিয়াস আলী,সদস্য সচিব জিল্লুর রহমান প্রমুখ।

আরো পড়ুন : কটিয়াদিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমণ দিবস পালিত