ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আমরা যেন উদাহরণ সৃষ্টি করতে পারি : ড. ইউনূস ভবিষ্যৎ করণীয় নিয়ে যুগপৎ সঙ্গীদের সাথে আলোচনায় বিএনপি হামজার পর এবার আসছেন কানাডার সামিত সকল প্রকার অনিয়মের বিরুদ্ধে অভিযোগ দাখিলের আহ্বান উপদেষ্টা আসিফের সরকারের মূল উদ্দেশ্য শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা : গণশিক্ষা উপদেষ্টা পাকিস্তানের কাছেও হার বাংলাদেশের; কঠিন সমীকরণে বিশ্বকাপ ভাগ্য পারমাণবিক ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ধাপের আলোচনা হাসিনাসহ ১২ জনের নামে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির আবেদন মুসলিম সংখ্যলঘুদের নিয়ে বাংলাদেশের বক্তব্য ভারতের প্রত্যাখ্যান সংস্কার ও শেখ হাসিনার বিচারের আগে নির্বাচন নয় : গোলাম পরওয়ার

শীতের আগেই তৈরি থাকুন খুশকির জন্য

শীতকাল হল খুশকির বাড়বাড়ন্তের সময়। অর্থাৎ আর কিছুদিনের অপেক্ষা। তার পরে খুশকির সমস্যায় জর্জরিত হওয়ার চেয়ে  আগে থেকেই প্রস্তুত থাকুন।

খুশকির মতো অবাধ্য সমস্যা দু’টো হয় না! যাঁরা খুশকি বাণে বিদ্ধ, তাঁরাই বুঝবেন এ কথার মর্মার্থ। খুশকি একবার গায়েব হয় তো আবার ফিরে আসে।

শীতকাল হল খুশকির বাড়বাড়ন্তের সময়। অর্থাৎ আর কিছুদিনের অপেক্ষা। তার পরে খুশকির সমস্যায় জর্জরিত হওয়ার চেয়ে বরং আগে থেকেই প্রস্তুত থাকুন। একটি মাত্র ঘরোয়া উপাদানেই তৈরি করে ফেলুন তিন টোটকা। যা খুশকির সমস্যাকে দূরে তো রাখবেই চুলও ভাল রাখবে।

মুলতানি মাটি দিয়ে তৈরি রূপটান এতদিন মুখে ব্যবহার করেছেন। একই উপাদান চুলের ক্ষেত্রেও সমান উপকারী। বিশেষ করে খুশকি মোকাবিলার জন্য এর মুলতানি মাটির কার্যকরিতা মানছেন ত্বক বিশেষজ্ঞেরাও। তাঁরা বলছেন, মুলতানি মাটিতে রয়েছএ ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এবং সিলিকা। যা মাথার ত্বককে মৃত কোষ মুক্ত করে। চুলের ক্ষতি না করেই। এর পাশাপাশি চুলের ফলিকলে জমা তেল এবং ময়লা, যা খুশকির অন্যতম কারণ, তাও পরিষ্কার করতে সাহায্য করে।

কী ভাবে ব্যবহার করবেন

মুলতানি মাটি দিয়ে তৈরি করা যেতে পারে চুলে লাগানোর তিনটি রূপটান।

১। মুলতানি মাটি এবং লেবুর রস: ২ টেবিলচামচ মুলতানি মাটির সঙ্গে অর্ধেক লেবুর রস এবং সামান্য জল মিশিয়ে তৈরি করতে হবে মিশ্রণ। মাথার ত্বকে ওই মিশ্রণ লাগিয়ে ২০ মিনিট রেখে দেন। তার পরে ঈষদোষ্ণ জলে ধুয়ে ফেলুন। মুলতানি মাটি মাথার ত্বক পরিষ্কার করবে। লেবুর রস দূর করবে খুশকি।

২। মুলতানি মাটি এবং দই: ২ টেবিলচামচ মুলতানি মাটি এবং ২ টেবিলচামচ দই। ভাল করে মিশিয়ে নিয়ে মাথার ত্বকে লাগিয়ে রাখুন আধ ঘণ্টা। তার পরে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। দই মাথার ত্বকে প্রয়োজনীয় পুষ্টি এবং আর্দ্রতা দেবে। মুলতানি মাটি দূর করবে ফলিকলে জমা ময়লা।

৩। মুলতানি মাটি এবং অ্যালো ভেরা: ২ টেবিল চামচ মুলতানি মাটি এবং ২ টেবিল চামচ অ্যালো ভেরার জেলি। ভাল করে মিশিয়ে নিয়ে মাথার ত্বকে লাগিয়ে রাখুন ২০ মিনিট। তার পরে ধুয়ে ফেলুন। খুশকি দূর করার পাশাপাশি মাথার ত্বকের স্বাস্থ্যও ভাল থাকবে এতে। মাথার ত্বকে চুলকানি থেকেও মিলবে স্বস্তি।

৪২-এ টেক্কা দিন ২৪কে! তারুণ্য ধরে রাখার চাবি?

দ্রুত ওজন কমাতে চান? শরীরচর্চার পাশাপাশি রোজ একটি করে লেবু খান

তিরিশেই চুল পাকছে! কেন জানেন? সমাধান কি ?

ক্লান্তি দূর করবে যে পাঁচ খাবার

পেটের চর্বি কমায় যে ৪ সবজি

 

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

আমরা যেন উদাহরণ সৃষ্টি করতে পারি : ড. ইউনূস

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

শীতের আগেই তৈরি থাকুন খুশকির জন্য

আপডেট সময় ০১:১৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪

শীতকাল হল খুশকির বাড়বাড়ন্তের সময়। অর্থাৎ আর কিছুদিনের অপেক্ষা। তার পরে খুশকির সমস্যায় জর্জরিত হওয়ার চেয়ে  আগে থেকেই প্রস্তুত থাকুন।

খুশকির মতো অবাধ্য সমস্যা দু’টো হয় না! যাঁরা খুশকি বাণে বিদ্ধ, তাঁরাই বুঝবেন এ কথার মর্মার্থ। খুশকি একবার গায়েব হয় তো আবার ফিরে আসে।

শীতকাল হল খুশকির বাড়বাড়ন্তের সময়। অর্থাৎ আর কিছুদিনের অপেক্ষা। তার পরে খুশকির সমস্যায় জর্জরিত হওয়ার চেয়ে বরং আগে থেকেই প্রস্তুত থাকুন। একটি মাত্র ঘরোয়া উপাদানেই তৈরি করে ফেলুন তিন টোটকা। যা খুশকির সমস্যাকে দূরে তো রাখবেই চুলও ভাল রাখবে।

মুলতানি মাটি দিয়ে তৈরি রূপটান এতদিন মুখে ব্যবহার করেছেন। একই উপাদান চুলের ক্ষেত্রেও সমান উপকারী। বিশেষ করে খুশকি মোকাবিলার জন্য এর মুলতানি মাটির কার্যকরিতা মানছেন ত্বক বিশেষজ্ঞেরাও। তাঁরা বলছেন, মুলতানি মাটিতে রয়েছএ ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এবং সিলিকা। যা মাথার ত্বককে মৃত কোষ মুক্ত করে। চুলের ক্ষতি না করেই। এর পাশাপাশি চুলের ফলিকলে জমা তেল এবং ময়লা, যা খুশকির অন্যতম কারণ, তাও পরিষ্কার করতে সাহায্য করে।

কী ভাবে ব্যবহার করবেন

মুলতানি মাটি দিয়ে তৈরি করা যেতে পারে চুলে লাগানোর তিনটি রূপটান।

১। মুলতানি মাটি এবং লেবুর রস: ২ টেবিলচামচ মুলতানি মাটির সঙ্গে অর্ধেক লেবুর রস এবং সামান্য জল মিশিয়ে তৈরি করতে হবে মিশ্রণ। মাথার ত্বকে ওই মিশ্রণ লাগিয়ে ২০ মিনিট রেখে দেন। তার পরে ঈষদোষ্ণ জলে ধুয়ে ফেলুন। মুলতানি মাটি মাথার ত্বক পরিষ্কার করবে। লেবুর রস দূর করবে খুশকি।

২। মুলতানি মাটি এবং দই: ২ টেবিলচামচ মুলতানি মাটি এবং ২ টেবিলচামচ দই। ভাল করে মিশিয়ে নিয়ে মাথার ত্বকে লাগিয়ে রাখুন আধ ঘণ্টা। তার পরে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। দই মাথার ত্বকে প্রয়োজনীয় পুষ্টি এবং আর্দ্রতা দেবে। মুলতানি মাটি দূর করবে ফলিকলে জমা ময়লা।

৩। মুলতানি মাটি এবং অ্যালো ভেরা: ২ টেবিল চামচ মুলতানি মাটি এবং ২ টেবিল চামচ অ্যালো ভেরার জেলি। ভাল করে মিশিয়ে নিয়ে মাথার ত্বকে লাগিয়ে রাখুন ২০ মিনিট। তার পরে ধুয়ে ফেলুন। খুশকি দূর করার পাশাপাশি মাথার ত্বকের স্বাস্থ্যও ভাল থাকবে এতে। মাথার ত্বকে চুলকানি থেকেও মিলবে স্বস্তি।

৪২-এ টেক্কা দিন ২৪কে! তারুণ্য ধরে রাখার চাবি?

দ্রুত ওজন কমাতে চান? শরীরচর্চার পাশাপাশি রোজ একটি করে লেবু খান

তিরিশেই চুল পাকছে! কেন জানেন? সমাধান কি ?

ক্লান্তি দূর করবে যে পাঁচ খাবার

পেটের চর্বি কমায় যে ৪ সবজি