ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
জুলাই আন্দোলন নিয়ে ৮ সিনেমা; নির্মাতা চূড়ান্ত বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন : প্রেস সচিব পুলিশে চাকরি পাচ্ছেন আন্দোলনে আহত ১০০ জন: স্বরাষ্ট্র উপদেষ্টা ১৪৪ ধারা ভেঙে সচিবালয় ঘেরাওয়ের চেষ্টা, পুলিশের ধাওয়া অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার কাজের তালিকা দিলেন উপদেষ্টা মাহফুজ সরকার গঠনের পর অভিযুক্ত কাউকে দেশত্যাগ করতে দেয়া হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা ট্রুডো কেন হঠাৎ পদত্যাগের ঘোষণা দিলেন? কে হতে যাচ্ছে তার উত্তরসূরি? গঠিত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’,  ইরানে হিজাব খুলে সাংস্কৃতিক ব্যক্তিত্বদের প্রতিবাদ শক্তিশালী ভূমিকম্পে তিব্বতে নিহতের সংখ্যা বেড়ে ৫৩

ত্বকের যত্নে সজনে পাতা

ত্বকের জৌলুস ফেরাবে সজনে পাতা, কী ভাবে টোনার, স্ক্রাবার হিসাবে ব্যবহার করবেন ‘মোরিঙ্গা’?
সজনে পাতায় থাকা ভিটামিন, খনিজ এবং অ্যামাইনো অ্যাসিডের গুণে ত্বক টানটান এবং সুন্দর হয়। বাজারচলতি প্রসাধনীর বদলে তাই রূপচর্চায় বেছে নিতে পারেন এটিও।

শুক্তো হোক বা ঝাল, ঝোল। বাংলার হেঁশেলে সজনে ডাঁটা খাওয়ার চল বহু দিনের। খাবার হিসাবে ডাঁটার পাশাপাশি সজনে ফুলও জনপ্রিয়। তবে সজনে পাতা সে ভাবে শহরাঞ্চলের লোকজন খান না। অথচ পুষ্টিবিদেরা বলছেন, এই পাতার হরেক গুণ। সজনে পাতাই গুঁড়ো করে ‘মোরিঙ্গা পাউডার’ হিসাবে বিক্রি করা হয়। সজনে পাতা শুধু শরীর ভাল রাখতেই সাহায্য করে না। এতে থাকা ভিটামিন এ, সি এবং ই, খনিজ এবং অ্যান্টিঅক্সিড্যান্টের গুণে ত্বকেও জেল্লা ফেরানো সম্ভব। দৈনন্দিন রূপচর্চায় কী ভাবে এটি ব্যবহার করবেন?

এক্সফোলিয়েটর

ত্বকের জন্য ক্লিনজ়িং, এক্সফোলিয়েশন, টোনিং, ময়েশ্চারাইজ়িং গুরুত্বপূর্ণ। বাজারচলতি এক্সফোলিয়েটর বা স্ক্রাবার ব্যবহার করতে না চাইলে সজনে পাতা কাজে লাগাতে পারেন।

কেন করবেন?

ত্বক টান টান এবং সুন্দর করতে কোলাজেন নামক প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বয়স হওয়ার সঙ্গে সঙ্গে শরীরে এই প্রোটিনের উৎপাদন কমতে থাকায় ত্বক শিথিল হয়ে পড়ে। বলিরেখা দেখা দেয়। সজনে পাতায় থাকা ভিটামিন এ, সি, ই এবং প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড কোলাজেন সংশ্লেষে সাহায্য করে। ফলে ত্বক মসৃণ এবং টান টান হয়।

কী ভাবে ব্যবহার করবেন?

বাজারচলতি সজনে পাতার গুঁড়ো স্ক্রাবার হিসাবে ব্যবহার করতে পারেন, আবার বাড়িতে সজনে পাতা শুকিয়ে গুঁড়ো করে নিতেও পারেন। জলের সঙ্গে মিশিয়ে দিনে দু’বার এই গুঁড়ো দিয়ে ত্বক পরিষ্কার করে নিতে পারেন। এতে মৃত কোষ ঝরে যাবে, ত্বকও উজ্জ্বল হবে।
টোনার

ত্বকের উন্মুক্ত রন্ধ্র ছোট করতে, ত্বক টানটান রাখতে সাহায্য করে টোনার। সজনেপাতা দিয়েই বানিয়ে নিতে পারেন টোনার। সজনেপাতা জলে ফুটিয়ে নিন। জল ছেঁকে স্প্রে বোতলে ঢেলে ফ্রিজে ভরে রাখুন।

কী ভাবে ব্যবহার করবেন?

স্নানের পর এবং রাতে মুখ পরিষ্কার করার পর তুলোর সাহায্যে টোনার মুখে মেখে নিন।

ব্রণ

ত্বকে থাকা সিবেসিয়াস গ্রন্থি থেকে সিবাম নিঃসরণ হয়। এই সিবাম ত্বককে প্রাকৃতিক ভাবে কোমল ও সুন্দর রাখে। তবে সিবামের উৎপাদন বেশি হলে ত্বক তৈলাক্ত হয়ে যায়। ত্বকের ছিদ্রমুখ বন্ধ হয়ে, ধুলোময়লা জমে ব্রণের সমস্যা দেখা দেয়। এই সমস্যার সমাধানেও কাজে আসতে পারে মোরিঙ্গা বা সজনে পাতা। এই পাতার রস সিবামের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, ত্বককে আর্দ্রতা জোগায়।

কী ভাবে ব্যবহার করবেন?

সজনে পাতার রস মুখে মাখলে ব্রণের সমস্যা নিয়ন্ত্রণে থাকবে। মুখ পরিষ্কার করে নেওয়ার পর এটি মাখতে হবে।

আরও পড়ুন:

শীতের আগেই তৈরি থাকুন খুশকির জন্য

৪২-এ টেক্কা দিন ২৪কে! তারুণ্য ধরে রাখার চাবি?

দ্রুত ওজন কমাতে চান? শরীরচর্চার পাশাপাশি রোজ একটি করে লেবু খান

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ত্বকের যত্নে সজনে পাতা

আপডেট সময় ০২:১৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪

ত্বকের জৌলুস ফেরাবে সজনে পাতা, কী ভাবে টোনার, স্ক্রাবার হিসাবে ব্যবহার করবেন ‘মোরিঙ্গা’?
সজনে পাতায় থাকা ভিটামিন, খনিজ এবং অ্যামাইনো অ্যাসিডের গুণে ত্বক টানটান এবং সুন্দর হয়। বাজারচলতি প্রসাধনীর বদলে তাই রূপচর্চায় বেছে নিতে পারেন এটিও।

শুক্তো হোক বা ঝাল, ঝোল। বাংলার হেঁশেলে সজনে ডাঁটা খাওয়ার চল বহু দিনের। খাবার হিসাবে ডাঁটার পাশাপাশি সজনে ফুলও জনপ্রিয়। তবে সজনে পাতা সে ভাবে শহরাঞ্চলের লোকজন খান না। অথচ পুষ্টিবিদেরা বলছেন, এই পাতার হরেক গুণ। সজনে পাতাই গুঁড়ো করে ‘মোরিঙ্গা পাউডার’ হিসাবে বিক্রি করা হয়। সজনে পাতা শুধু শরীর ভাল রাখতেই সাহায্য করে না। এতে থাকা ভিটামিন এ, সি এবং ই, খনিজ এবং অ্যান্টিঅক্সিড্যান্টের গুণে ত্বকেও জেল্লা ফেরানো সম্ভব। দৈনন্দিন রূপচর্চায় কী ভাবে এটি ব্যবহার করবেন?

এক্সফোলিয়েটর

ত্বকের জন্য ক্লিনজ়িং, এক্সফোলিয়েশন, টোনিং, ময়েশ্চারাইজ়িং গুরুত্বপূর্ণ। বাজারচলতি এক্সফোলিয়েটর বা স্ক্রাবার ব্যবহার করতে না চাইলে সজনে পাতা কাজে লাগাতে পারেন।

কেন করবেন?

ত্বক টান টান এবং সুন্দর করতে কোলাজেন নামক প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বয়স হওয়ার সঙ্গে সঙ্গে শরীরে এই প্রোটিনের উৎপাদন কমতে থাকায় ত্বক শিথিল হয়ে পড়ে। বলিরেখা দেখা দেয়। সজনে পাতায় থাকা ভিটামিন এ, সি, ই এবং প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড কোলাজেন সংশ্লেষে সাহায্য করে। ফলে ত্বক মসৃণ এবং টান টান হয়।

কী ভাবে ব্যবহার করবেন?

বাজারচলতি সজনে পাতার গুঁড়ো স্ক্রাবার হিসাবে ব্যবহার করতে পারেন, আবার বাড়িতে সজনে পাতা শুকিয়ে গুঁড়ো করে নিতেও পারেন। জলের সঙ্গে মিশিয়ে দিনে দু’বার এই গুঁড়ো দিয়ে ত্বক পরিষ্কার করে নিতে পারেন। এতে মৃত কোষ ঝরে যাবে, ত্বকও উজ্জ্বল হবে।
টোনার

ত্বকের উন্মুক্ত রন্ধ্র ছোট করতে, ত্বক টানটান রাখতে সাহায্য করে টোনার। সজনেপাতা দিয়েই বানিয়ে নিতে পারেন টোনার। সজনেপাতা জলে ফুটিয়ে নিন। জল ছেঁকে স্প্রে বোতলে ঢেলে ফ্রিজে ভরে রাখুন।

কী ভাবে ব্যবহার করবেন?

স্নানের পর এবং রাতে মুখ পরিষ্কার করার পর তুলোর সাহায্যে টোনার মুখে মেখে নিন।

ব্রণ

ত্বকে থাকা সিবেসিয়াস গ্রন্থি থেকে সিবাম নিঃসরণ হয়। এই সিবাম ত্বককে প্রাকৃতিক ভাবে কোমল ও সুন্দর রাখে। তবে সিবামের উৎপাদন বেশি হলে ত্বক তৈলাক্ত হয়ে যায়। ত্বকের ছিদ্রমুখ বন্ধ হয়ে, ধুলোময়লা জমে ব্রণের সমস্যা দেখা দেয়। এই সমস্যার সমাধানেও কাজে আসতে পারে মোরিঙ্গা বা সজনে পাতা। এই পাতার রস সিবামের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, ত্বককে আর্দ্রতা জোগায়।

কী ভাবে ব্যবহার করবেন?

সজনে পাতার রস মুখে মাখলে ব্রণের সমস্যা নিয়ন্ত্রণে থাকবে। মুখ পরিষ্কার করে নেওয়ার পর এটি মাখতে হবে।

আরও পড়ুন:

শীতের আগেই তৈরি থাকুন খুশকির জন্য

৪২-এ টেক্কা দিন ২৪কে! তারুণ্য ধরে রাখার চাবি?

দ্রুত ওজন কমাতে চান? শরীরচর্চার পাশাপাশি রোজ একটি করে লেবু খান