ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

চার ক্রিকেটারকে অভিনব শাস্তি দিচ্ছে মুম্বাই

মুম্বাই ইন্ডিয়ান্সের ক্রিকেটাররা। ছবি : এএফপি

চলতি আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সকে কেন্দ্র করে বিতর্কের মেঘ যেন কাটছেই না! মাঠে এবং মাঠের বাইরে নানা বিতর্কে জড়াচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি। এবার নিয়ম ভেঙে শাস্তির মুখেও পড়েছেন কয়েকজন খেলোয়াড়। সেই চার ক্রিকেটারকে নিয়ম না মানার শাস্তি হিসেবে পরতে হচ্ছে বিশেষ ধরনের পোশাক।

মূলত টিম মিটিংয়ে যোগ দিতে দেরি হওয়ায় এই শাস্তি দেওয়া হয়েছে চারজনকে। চার ক্রিকেটারের শাস্তিটা হচ্ছে ভ্রমণের জাম্পস্যুট পরা। দলের বাকি সবাই যখন টিম জার্সি পরে হোটেল-এয়ারপোর্ট যাতায়াত করছেন, সাজাপ্রাপ্তদের তখন বিশেষ ধরনের জাম্পস্যুট পরতে হচ্ছে। সেই জাম্পস্যুট আবার সুপারম্যানের পোশাকের আদলে তৈরি। আর এই পোশাক পরছেন ইশান কিশান, শাম মুলানি, কুমার কার্তিকেয়া ও নুয়ান থুসারা।

জানা গেছে, টিম মিটিংয়ে উপস্থিতি বা টিম বাস ধরার মতো দলীয় কাজে যারা দেরি করেছেন, তাদেরেই দেওয়া হয়েছে এমন শাস্তি। অন্যদের চেয়ে ভিন্ন পোশাক দেখে সতীর্থরা হাসাহাসি করবে, দর্শক-সমর্থকদের মনে জানার আগ্রহ জন্মাবে। একপর্যায়ে সবাই জানবে, দলের কাজে দেরি করেছেন। আর এটিই তাদের জন্য শাস্তি।

অবশ্য, এই নিয়ম নতুন নয়। মুম্বাই ইন্ডিয়ান্স এই নিয়ম চালু করেছে ২০১৮ সালের আসর থেকে। কিশান এর আগেও দলের নিয়ম ভেঙে একই ধরনের শাস্তি পেয়েছিলেন। তবে, বিষয়টিকে আবার উপভোগ করেন অনেক ক্রিকেটার।

আরো পড়ুন : রোনালদোর হ্যাটট্রিকে আল-নাসেরের বড় জয়

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

চার ক্রিকেটারকে অভিনব শাস্তি দিচ্ছে মুম্বাই

আপডেট সময় ১২:০০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪

চলতি আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সকে কেন্দ্র করে বিতর্কের মেঘ যেন কাটছেই না! মাঠে এবং মাঠের বাইরে নানা বিতর্কে জড়াচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি। এবার নিয়ম ভেঙে শাস্তির মুখেও পড়েছেন কয়েকজন খেলোয়াড়। সেই চার ক্রিকেটারকে নিয়ম না মানার শাস্তি হিসেবে পরতে হচ্ছে বিশেষ ধরনের পোশাক।

মূলত টিম মিটিংয়ে যোগ দিতে দেরি হওয়ায় এই শাস্তি দেওয়া হয়েছে চারজনকে। চার ক্রিকেটারের শাস্তিটা হচ্ছে ভ্রমণের জাম্পস্যুট পরা। দলের বাকি সবাই যখন টিম জার্সি পরে হোটেল-এয়ারপোর্ট যাতায়াত করছেন, সাজাপ্রাপ্তদের তখন বিশেষ ধরনের জাম্পস্যুট পরতে হচ্ছে। সেই জাম্পস্যুট আবার সুপারম্যানের পোশাকের আদলে তৈরি। আর এই পোশাক পরছেন ইশান কিশান, শাম মুলানি, কুমার কার্তিকেয়া ও নুয়ান থুসারা।

জানা গেছে, টিম মিটিংয়ে উপস্থিতি বা টিম বাস ধরার মতো দলীয় কাজে যারা দেরি করেছেন, তাদেরেই দেওয়া হয়েছে এমন শাস্তি। অন্যদের চেয়ে ভিন্ন পোশাক দেখে সতীর্থরা হাসাহাসি করবে, দর্শক-সমর্থকদের মনে জানার আগ্রহ জন্মাবে। একপর্যায়ে সবাই জানবে, দলের কাজে দেরি করেছেন। আর এটিই তাদের জন্য শাস্তি।

অবশ্য, এই নিয়ম নতুন নয়। মুম্বাই ইন্ডিয়ান্স এই নিয়ম চালু করেছে ২০১৮ সালের আসর থেকে। কিশান এর আগেও দলের নিয়ম ভেঙে একই ধরনের শাস্তি পেয়েছিলেন। তবে, বিষয়টিকে আবার উপভোগ করেন অনেক ক্রিকেটার।

আরো পড়ুন : রোনালদোর হ্যাটট্রিকে আল-নাসেরের বড় জয়