কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৫ দফা দাবিতে পঞ্চগড়ের আটোয়ারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার ( ২৬ সেপ্টেম্বর) বাদ আসর আটোয়ারী উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়।
এর আগে বিভিন্ন যানবাহনে উপজেলার ৬ ইউনিয়ন থেকে জামায়াতের নেতাকর্মীরা মিছিলে অংশগ্রহণ করতে মডেল মসজিদের সামনে এসে অবস্থান নেন। মিছিলটি ফকিরগঞ্জ বাজার হয়ে উপজেলা পরিষদ পর্যন্ত প্রদক্ষিণ করে আবার ফকিরগঞ্জ বাজারের ট্রাফিক মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে ৫দফা দাবি পেশ করেন নেতারা। দাবিগুলো হলো:- জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন , পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, অবাধ,সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা। এসব দাবি সরকার মেনে নিলে জামায়াতে ইসলামী নির্বাচনে অংশগ্রহণ করবে।
বক্তারা বলেন, একটি শ্রেণি আওয়ামী লীগ স্টাইলে নির্বাচন করার স্বপ্ন দেখছে। বাংলাদেশের মাটিতে আওয়ামী স্টাইলের কোনো নির্বাচন জনগণ আর হতে দেবে না। জুলাই হত্যাকান্ডের দৃশ্যমান বিচার শেষে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে।
বক্তারা বলেন, আমরা যে দাবি বাস্তবায়নের জন্য রাজপথে নেমেছি, এসব দাবি বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার প্রধান ড. ইউনুস জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছিল যে, ফ্যাসিবাদী ও তাদের দোসরদের দৃশ্যমান বিচার করবে এবং পাচারকৃত টাকা ফেরত আনবে, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরী করবে। বক্তারা আরো বলেন, দেশে পিআর পদ্ধতি ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না।
তারা অভিযোগ করেন, পিআর ছাড়া নির্বাচন মানে দিনের ভোট রাতে করার প্রস্তুতি, যা জনগণ কখনো মেনে নেবে না।
সমাবেশে সভাপতিত্ব করেন, জামায়াতে ইসলামী, আটায়ারী উপজেলা শাখার আমীর মাওলানা মোঃ ইউনুস আলী খাঁন। জামায়াতের উপজেলা সেক্রেটারী মাওলানা মোঃ খাদেমুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা যুব বিভাগের সভাপতি মোঃ তোফাজ্জল খান, রংপুর মহানগরের ছাত্র শিবিরের সাবেক সভাপতি মাওলানা বদরুল ইসলাম, উপজেলা সেক্রেটারী (বায়তুল মাল) মাও: মোখলেছুর রহমান, রাধানগর ইউনিয়নের জামায়াত সভাপতি মোঃ গোলাম মুর্শেদ, তোড়িয়া ইউনিয়নের জামায়াত সভাপতি মাওঃ জাকির হোসেন প্রমুখ।