রেজাউল করিম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সিরাজগঞ্জ ধানবান্ধী এলাকায় বিএনপির সাবেক সংসদ সদস্য আবদুল মান্নান তালুকদার এর বাসভবনে রায়গঞ্জ সহ বিভিন্ন উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের উপস্থিতিতে এই দোয়া অনুষ্ঠান পরিচালনা করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়গঞ্জ তাড়াশ সলংগা আসনের সাবেক সংসদ সদস্য আবদুল মান্নান তালুকদার।
সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম। উপস্থিত ছিলেন মোঃ আয়নুল হক, সাধারণ সম্পাদক, রায়গঞ্জ উপজেলা বিএনপি, মোঃ খায়রুল ইসলাম মাষ্টার, সভাপতি পাঙ্গাসী ইউনিয়ন বিএনপি, মজিবুর রহমান, সাধারণ সম্পাদক – পাঙ্গাসী ইউনিয়ন বিএনপি, দুলাল খান, মোঃ রসিদ আল মামুন খান, আহ্বায়ক, মৎসজীবী দল রায়গঞ্জ উপজেলা শাখা।
উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল স্তরের অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী।
অনুষ্ঠানে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সংক্ষিপ্ত আলোচনার পর দোয়া ও মোনাজাত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
আরো পড়ুন : শাহজাদপুরে শুটার গানসহ ডাকাত গ্রেফতার